Advertisement
Advertisement
Kolkata marathon Tata Steel

শীতের সকালে ম্যারাথনে রাজ্যপাল, কলকাতার রাজপথে দৌড় সুন্দরবনের পড়ুয়াদেরও

স্বাস্থ্য সচেতনতায় দৌড় হাজার হাজার মানুষের।

১০

শীতের সকালে রাজপথে দৌড়। কলকাতা ম্যারাথনের সূচনায় রাজ্যপাল সিভি আনন্দ বোসও।

১০

সচেতনতা দৌড়ে হাজির সুন্দরবনের কচিকাঁচারা। স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে হিঙ্গলগঞ্জ স্বপ্নপূরণ স্কুলের ৩৭ পড়ুয়াও অংশ নেয় ম্যারাথনে।

১০

ম্যারাথনে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে ছিলেন ১৯৮৮ সালে অলিম্পিকে রুপোজয়ী কলিন জ্যাকসন।

১০

শীতের সকালে রাজপথে দৌড় হাজার হাজার জনতার।

১০

ম্যারাথনে অংশ নিলেন প্রায় ১৭ হাজার ৫৫৭ জন প্রতিযোগী।

১০

কলকাতা ম্যারাথনে ছিল বিশেষ সক্ষমদের জন্য ব্যবস্থা।

১০

প্রবীণদের স্বাস্থ্য সচেতনতার দৌড়ের জন্য ছিল বিশেষ বন্দোবস্তও।

১০

২৫ কিলোমিটার দৌড়ের সঙ্গে এই ম্যারাথনে ছিল ৫টি ইভেন্ট।

১০

ম্যারাথন প্রতিযোগিতা দেখতে হাজির ছিলেন বহু দর্শকও।

১০ ১০

প্রতি বছরই কলকাতায় আয়োজিত হয় এই ম্যারাথন। যোগ দেন বিদেশের বহু নাগরিকও।