Advertisement
Advertisement
Chrismas

ইকো পার্ক থেকে পার্ক স্ট্রিট, করোনা কালেও শহরজুড়ে জমজমাট ক্রিসমাসের সেলিব্রেশন, দেখুন ছবি

সকলকে 'মেরি ক্রিসমাস'।

ক্রিসমাস মোডে কলকাতা। চিড়িখানা থেকে পার্ক, সর্বত্র মানুষের ঢল। শীতের দুপুরে মাস্কে মুখ ঢেকেই বেরিয়ে পড়েছেন সকলে।

বড়দিনে বন্ধুদের সঙ্গে বেরিয়ে একটা গ্রুফি না হলে চলে? আর ব্যাকগ্রাউন্ডে যদি থাকে গঙ্গা আর হাওড়া ব্রিজ, তাহলে পিকচার পারফেক্ট হতে বাধ্য়।

আরে! সান্তা ক্লজ ব্যাডমিন্টন খেলতেও জানেন? বড়দিনে প্রিন্সেপ ঘাটের এই ছবি না দেখলে বিশ্বাস করতেন কি?

যীশু খিস্টের জন্মদিন উপলক্ষেই তো উৎসব। তাই প্রার্থনা না করলে কি চলে? দূর হোক মারণ ভাইরাস, বিশ্বে ফিরুক সুদিন- এই প্রার্থনাই যেন প্রত্যেকের মনে।

বড়দিনের ছুটিতে শীতের দুপুরে হালকা রোদে যদি প্রিয় সঙ্গীটির সঙ্গে সাইকেল ভ্রমণে বেরিয়ে পড়া যায়! আশপাশের সুন্দর সব দৃশ্য দেখতে দেখতে ঘোরা যায়! কেমন হয় বলুন তো? ওহ, রোম্যান্স পুরো জমে ক্ষীর।

সেলফি জোন! পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে কালারফুল ছবি তুলতে চাইলে ইকো পার্কের এই জোনটিতে অবশ্যই ঢুঁ মারবেন।

ছোট্ট যীশুকে ছুঁতে চাওয়ার চেষ্টায় খুদে। করোনা কালেও বদলায়নি পার্ক স্ট্রিট, ক্যাথিড্রাল চার্চের এই পরিচিত ছবিটা।

প্রতিবারের মতো এবার বড়দিনে আলোর রোশনাই বো-বারাকে। বছরশেষের উৎসবকে চেটেপুটে উপভোগ করছেন শহরবাসী।

করোনা? তাতে কী! তাই বলে তো আর সেলিব্রেশন থেমে থাকতে পারে না। তাই তো ক্রিসমাসের সন্ধেয় জমজমাট পার্ক স্ট্রিট।