Advertisement
Advertisement

Breaking News

Diwali 2021: দিওয়ালির আগে সেজে উঠেছে কলকাতা, দেখুন ফাটাকেষ্টর বিখ্যাত কালীপুজো

আজ ভূত চতুর্দশী। তেনাদের ঘোরাফেরা করার দিন। সাবধান!

উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকার কালীপুজো।

কুমোরটুলি চত্বর থেকে মা কালী যাচ্ছেন মণ্ডপে। সঙ্গী ডাকিনী যোগিনীরা।

উৎসবে একটু মিষ্টিমুখ না হলে কি চলে? শহরে তাই তৈরি হয়েছে দিওয়ালি স্পেশ্যাল চকোলেট মিষ্টি। পোড়ানো যায় না, এই 'বাজি' খাওয়া যায়।

দিওয়ালির আগের রাত মানে ভূত চতুর্দশী। অর্থাৎ তেনাদের ঘোরাফেরা করার দিন। সাবধান!

অতিমারী আবহে কোভিডবিধি মেনেই হচ্ছে কালীপুজোর আয়োজন। উত্তর কলকাতায় আলোর রোশনাই।

ভূত চতুর্দশীতে বাঙালির ঘরে ঘরে চোদ্দ শাক খাওয়া এবং চোদ্দ প্রদীপ জ্বালানোর রীতি রয়েছে। তাই বাজারে প্রদীপের চাহিদা বেশ চোখে পড়ার মতোই।

মাটির প্রদীপের থেকে অবশ্য বাজারে রমরমা বেশি চিনা লাইটেরও। চাঁদনি চক, ধর্মতলা চত্বরে দেদার বিকোচ্ছে রংবেরঙের টুনি লাইট।

কলকাতার অন্যতম বিখ্যাত পুজো ফাটাকেষ্টর কালীপুজো। এবারও মা এসেছেন বিগত বছরের রূপেই।

তিথি অনুযায়ী এবার কালীপুজোর দিনই পড়েছে দীপান্বিতা লক্ষ্মীপুজো। মা লক্ষ্মী ঘরে আনার ভিড়ও লক্ষ্য় করা যাচ্ছে বাজারে।