বড়দিন উপলক্ষে সেজে উঠেছে পার্ক স্ট্রিট। আলোর বন্যা রাজপথে। রাত বাড়তেই বাড়ছে ভিড়। নিজস্ব চিত্র।
বড়দিনের আগের রাতে শহরের রাস্তায় কচিকাঁচাদের ভিড়। শীতের আমেজ গায়ে মেখে আনন্দে মাতোয়ারা তারা। নিজস্ব চিত্র।
শুধু পার্ক স্ট্রিট নয়। ভিড় জমেছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের সামনেও। বন্ধুদের সঙ্গে পা মেলাচ্ছে আট থেকে আশি সকলে। নিজস্ব চিত্র।
প্রতিবারের মতো এবছরও বড়দিনে সেজে উঠেছে শহরের অ্যাংলো পাড়া বো বারাক। আলোর মালায় উজ্বল রাজপথ। নিজস্ব চিত্র।
বড়দিনের আগের সন্ধেয় কেক আর ওয়াইনের টানে বউবাজার চত্বরে ছুটে আসে অনেকেই। নিজস্ব চিত্র।
আনন্দে ভেসেছে খুদেরাও। নিজস্ব চিত্র।
সান্তাক্লজের সাজে পরিবারের সঙ্গে উৎসবে মজে খুদেরা। নিজস্ব চিত্র।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.