Advertisement
Advertisement

Breaking News

Kolkata

‘কমল মেঘেদের ওজন, বৃষ্টি বলে প্রয়োজন তাকে…’, স্বস্তির বারিধারায় ভিজল শহর তিলোত্তমা

সন্ধ্যা নামতেই বারিধারা নেমে আসে শহরের অলিগলিতে।

প্রতিক্ষার অবসান! স্বস্তির বৃষ্টিতে ভিজল শহর কলকাতা। সন্ধ্যা নামতেই বারিধারা নেমে আসে শহরের অলিগলিতে। হঠাৎ বৃষ্টিতে একটু অপ্রস্তুত হয়ে পড়লেও খুশি সাধারণ মানুষ।

সন্ধ্যার আগেই আকাশ ডেকে যায় কালো মেঘে। ইশান কোণে ভিড় করে আসে মেঘের দল। তাতেই বৃষ্টি।

বৃষ্টির সঙ্গে ঝোড়ে হাওয়া চলে শহরের বুকে। হঠাৎ বৃষ্টিতে অফিস ফেরত অনেকেই ভিজে। গরমের হাসফাঁস অবস্থা থেকে মুক্তি সাময়িক মুক্তিতে খুশি প্রত্যেকেই।

'কমল মেঘেদের ওজন, বৃষ্টি বলে প্রয়োজন তাকে...', ধমকা হাওয়া ও বৃষ্টি থেকে বাঁচতে সঙ্গীর বাহুতে ধরা। এক ছাতার তলে যুগল।

বেশ কয়েরদিন ধরেই গরমে হাঁসফাঁস করছিল শহর কলকাতা। পূর্বাভাস ছিল বৃষ্টিতে ভিজবে কলকাতা। তা সত্যিই করে সন্ধ্যায় ভিজল শহর। ঝমঝমিয়ে বৃষ্টিতে নামে কলতাকাতায়।

সপ্তাহান্তে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দপ্তরের। পূর্বাভাস ছিল বৃষ্টির সঙ্গে সঙ্গে নামবে তাপমাত্রার পারদ। বৃহস্পতিবার ও শুক্রবার কিছু জেলায় কালবৈশাখীর আশঙ্কা ছিল। তা সত্যি হল।

বৃষ্টিতে এক ধাক্কায় অনেকটাই নেমেছে কলকাতার তাপামাত্রা। রাতে ঠান্ডা আবহাওয়াই থাকবে। তবে শুক্রবার সকাল থেকে ফের চড়তে পারে তাপমাত্রা।

News Hub