Advertisement
Advertisement
East Bengal

ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে শহরজুড়ে সেলিব্রেশন, সম্মানিত বিশিষ্টরা, দেখুন অ্যালবাম

১০৩ বছরে পা দিল ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাব।

১০৩ বছরে পা দিল ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাব। করোনাতঙ্ক কাটিয়ে প্রতিষ্ঠা দিবসে শহরজুড়ে উন্মাদনা লাল-হলুদ সমর্থকদের।

সোমবার সকালে মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে ক্লাবে পতাকা উত্তোলন দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠাতা রাজা সুরেশ চন্দ্র চৌধুরীর ছবিতে মাল্যদান করা হয়।

ইস্টবেঙ্গল দিবস উপলক্ষে সেলিব্রেশনে মেতে ওঠেন বাগুইআটি জোড়া মন্দির এলাকার লাল-হলুদ ভক্তরাও।

আমন্ত্রণ জানানো হয়েছিল বর্তমান ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জকে। লাল-হলুদ কেক কেটে হয় সেলিব্রেশন। কোচের হাতে তুলে দেওয়া হয় ইলিশ মাছও।

এদিনের জমকালো অনুষ্ঠানে সম্মানিত করা হল ভারতীয় দলের তারকা বোলার ঝুলন গোস্বামী ও কিংবদন্তি টেনিসতারকা লিয়েন্ডার পেজকে।

সম্মান জানানো হল প্রাক্তন ফুটবলার গৌতম সরকার-সহ অন্যান্য বিশিষ্টদের।

৮ বার ফেডারেশন কাপ, তিনবার সুপার কাপ, ১৬ বার ডুরান্ড কাপ, ২৯ বার আইএফএ শিল্ড-সহ বহু ট্রফির মালিক ইস্টবেঙ্গল।

২০০৩ সালে ঐতিহাসিক আশিয়ান জয়ী দল আগামী দিনেও সাফল্যের শিখর ছোঁবে, আশা সমর্থকদের।