Advertisement
Advertisement

Breaking News

IPL 2025

কেকেআর জ্বরে কাঁপছে কলকাতা, আইপিএলের আগে উৎসবের মেজাজে ট্রফি জয়ের শপথ নাইটদের

দলের ক্রিকেটার এবং ভক্তদের নিয়ে 'নাইট আনপ্লাগড ২.০ আয়োজন করা হল।

আইপিএলের ঢাকে কাঠি। শনিবার শুরু হবে দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে ঘরের মাঠে। ছবি: সায়ন্তন ঘোষ

আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে কেকেআর। তবে মেগা টুর্নামেন্ট শুরুর আগে বেশ ফুরফুরে মেজাজে নাইট শিবির। ছবি: সায়ন্তন ঘোষ

আইপিএল শুরু হতে বাকি মাত্র তিনদিন। তবে তার আগে দলের ক্রিকেটার এবং ভক্তদের নিয়ে 'নাইট আনপ্লাগড ২.০ আয়োজন করা হল। আনন্দে মাতলেন সকলে। ছবি: সায়ন্তন ঘোষ

মঞ্চে তিনটে আইপিএল ট্রফি রেখে শুরু হল সেলিব্রেশন। তবে উৎসবের মধ্যেও নাইট শিবির লক্ষ্যে স্থির-চতুর্থ ট্রফি আনতে হবে কেকেআর সংসারে। ছবি: সায়ন্তন ঘোষ

বেগুনি জার্সি, হাতে সোনালি-বেগুনি ফ্ল্যাগ নিয়ে নাইটদের সেলিব্রেশনে হাজির ছিলেন কেকেআর ভক্তরা। তাঁদের সামনে মঞ্চে হাজির দল কেকেআরের গোটা স্কোয়াড। ট্রফি হাতে নিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার। ছবি: সায়ন্তন ঘোষ

মেন্টর হিসাবে এবার কেকেআর সংসারে যোগ দিয়েছেন ডোয়েন ব্র্যাভো। তাঁর কথায়, , "নতুন মরশুমের জন্য মুখিয়ে রয়েছি। আশা করছি এবার ট্রফিটা কলকাতাতেই থাকবে। কেকেআরের মতো দলের মেন্টর হতে পেরে আমি গর্বিত।" ছবি: সায়ন্তন ঘোষ

আগে কেকেআরের জার্সিতে খেলেছেন রাহানে। তবে সাফল্য মেলেনি। এবার তাঁর কাঁধে অধিনায়কের দায়িত্ব। নাইটদের নেতা বলছেন, " আমাকে ক্যাপ্টেন করা হয়েছে। সেটা আমার কাছে বাড়তি সম্মানের। এই সিদ্ধান্তের পিছনে যাঁরা আছেন, তাঁদের সকলের কাছে আমি কৃতজ্ঞ।" ছবি: সায়ন্তন ঘোষ

বিরাট দামে কিনলেও ভেঙ্কটেশকে সহ-অধিনায়ক করেছে কেকেআর। নাইট পরিবারের দীর্ঘদিনের সদস্য নতুন দায়িত্ব পেয়ে বলছেন, এবারও চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে আমরা আশাবাদী। তাঁর এই কথা শুনেই কার্যত গর্জন কেকেআর সমর্থকদের। ছবি: সায়ন্তন ঘোষ

নাইটদের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ডিজে ব্র্যাভো। চ্যাম্পিয়ন গানের তালে মাতিয়ে তুললেন বুধবারের অনুষ্ঠান।