আইপিএলের ঢাকে কাঠি। শনিবার শুরু হবে দেশের সবচেয়ে বড় ক্রিকেট উৎসব। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে ঘরের মাঠে। ছবি: সায়ন্তন ঘোষ
আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে কেকেআর। তবে মেগা টুর্নামেন্ট শুরুর আগে বেশ ফুরফুরে মেজাজে নাইট শিবির। ছবি: সায়ন্তন ঘোষ
আইপিএল শুরু হতে বাকি মাত্র তিনদিন। তবে তার আগে দলের ক্রিকেটার এবং ভক্তদের নিয়ে 'নাইট আনপ্লাগড ২.০ আয়োজন করা হল। আনন্দে মাতলেন সকলে। ছবি: সায়ন্তন ঘোষ
মঞ্চে তিনটে আইপিএল ট্রফি রেখে শুরু হল সেলিব্রেশন। তবে উৎসবের মধ্যেও নাইট শিবির লক্ষ্যে স্থির-চতুর্থ ট্রফি আনতে হবে কেকেআর সংসারে। ছবি: সায়ন্তন ঘোষ
বেগুনি জার্সি, হাতে সোনালি-বেগুনি ফ্ল্যাগ নিয়ে নাইটদের সেলিব্রেশনে হাজির ছিলেন কেকেআর ভক্তরা। তাঁদের সামনে মঞ্চে হাজির দল কেকেআরের গোটা স্কোয়াড। ট্রফি হাতে নিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার। ছবি: সায়ন্তন ঘোষ
মেন্টর হিসাবে এবার কেকেআর সংসারে যোগ দিয়েছেন ডোয়েন ব্র্যাভো। তাঁর কথায়, , "নতুন মরশুমের জন্য মুখিয়ে রয়েছি। আশা করছি এবার ট্রফিটা কলকাতাতেই থাকবে। কেকেআরের মতো দলের মেন্টর হতে পেরে আমি গর্বিত।" ছবি: সায়ন্তন ঘোষ
আগে কেকেআরের জার্সিতে খেলেছেন রাহানে। তবে সাফল্য মেলেনি। এবার তাঁর কাঁধে অধিনায়কের দায়িত্ব। নাইটদের নেতা বলছেন, " আমাকে ক্যাপ্টেন করা হয়েছে। সেটা আমার কাছে বাড়তি সম্মানের। এই সিদ্ধান্তের পিছনে যাঁরা আছেন, তাঁদের সকলের কাছে আমি কৃতজ্ঞ।" ছবি: সায়ন্তন ঘোষ
বিরাট দামে কিনলেও ভেঙ্কটেশকে সহ-অধিনায়ক করেছে কেকেআর। নাইট পরিবারের দীর্ঘদিনের সদস্য নতুন দায়িত্ব পেয়ে বলছেন, এবারও চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে আমরা আশাবাদী। তাঁর এই কথা শুনেই কার্যত গর্জন কেকেআর সমর্থকদের। ছবি: সায়ন্তন ঘোষ
নাইটদের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ডিজে ব্র্যাভো। চ্যাম্পিয়ন গানের তালে মাতিয়ে তুললেন বুধবারের অনুষ্ঠান।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.