২০১১ থেকে ২০১৭ মরশুম পর্যন্ত ছিলেন কেকেআরের বিশ্বস্ত সৈনিক। তারপর ঘুরে ফিরে ২০২১ সালে আবারও গায়ে চাপিয়েছিলেন নাইট জার্সি। কিন্তু গত মরশুমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে এনওসি না মেলায় আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি তাঁকে কিনতে পারেনি। তবে এবার ফের নিজের পুরনো দলে ফিরলেন শাকিব। বাংলাদেশি অলরাউন্ডারকে দেড় কোটিতে কিনলেন তিনি।
ব্যাটিং অর্ডারে আরও এক বাংলাদেশির উপর ভরসা রাখল কেকেআর। তিনি লিটন দাস। ৫০ লক্ষের বিনিময়ে তাঁকে নিল নাইটরা।
দক্ষিণ আফ্রিকা বংশোদ্ভূত নামিবিয়ার অলরাউন্ডার ডেভিড উইসিকেও তুলে নেয় শাহরুখের দল। এক কোটির বিনিময়ে তাঁকে পেল কেকেআর। ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেসও করেন তিনি।
কেকেআর যে শুক্রবারের নিলামে অলরাউন্ডার তুলে নিতে চেয়েছিল, তা বেশ স্পষ্ট। কারণ উইসির পাশাপাশি পাঞ্জাবি অলরাউন্ডার মনদীপ সিংকেও কিনে নেয় তারা। দিনের শেষে ৫০ লক্ষের বিনিময়ে মনদীপ সিংকে দলে নেয় কলকাতার দল।
পেসার অবিনাশ সিংকে কিনতে ঝাঁপিয়েছিল নাইট শিবির। তবে ৬০ লক্ষ টাকায় তাঁকে পেয়ে যায় আরসিবি। অবিনাশকে না পাওয়ায় ফাস্ট বোলার কুলবন্ত খেজরোলিয়াকে ২০ লক্ষ টাকায় তুলে নিল কেকেআর।
নয়া দিল্লির তরুণ ক্রিকেটার সুয়াশ শর্মাকে দলে নিল কেকেআর। বোলিংয়ের পাশাপাশি ব্যাটও করেন ১৯ বছরের ক্রিকেটার। ২০ লক্ষের বিনিময়ে খেলবেন তিনি।
নারায়ণ জগদীশনকে ৯০ লক্ষ টাকায় কিনে নেয় নাইটরা। উইকেটরক্ষকের সমস্যা মেটাতে গত মরশুমে চেন্নাই সুপার কিংসে খেলা নারায়ণকে সই করাল তারা।
আরেক দেশীয় ক্রিকেটার বৈভব আরোরাকে ৬০ লক্ষের বিনিময়ে এদিন নিলাম থেকে নিজেদের দলে নিয়ে নেয় কেকেআর। গতবার পাঞ্জাবের জার্সিতে খেলেছিলেন এই মিডিয়াম পেসার।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.