Advertisement
Advertisement

Breaking News

Ambani's cruise party

অনন্ত-রাধিকার দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে ইটালি উড়ে গেলেন বলি সেলেবরা

এয়ারপোর্ট লুকে নজর কাড়লেন অনন্যা, জাহ্নবীরা।

জামনগরের পর এবার জমজমাট ইটালি। রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি পুত্র অনন্ত আম্বানি ও রাধিকা মাচের্ন্টের দ্বিতীয় প্রাক বিবাহ অনুষ্ঠান ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে।

মঙ্গলবার রাত থেকেই ক্রুজ পার্টিতে যোগ দিতে ইটালি উড়ে গিয়েছেন বলি সেলেবরা। এই যেমন, বিমান বন্দরে দেখা মিলল, অনন্যা পাণ্ডে, শাহিদ কাপুর, মীরা কাপুর, করণ জোহর, করিশ্মা কাপুর, ইব্রাহিম খান, জাহ্নবী কাপুর, দিশা পাটানির মতো সেলেবরা।

খবর অনুযায়ী, অতিথিদের সঙ্গে বিলাসবহুল ক্রুজে চড়ে প্রি-ওয়েডিং পার্ট টু সেলিব্রেট করবেন অনন্ত-রাধিকা।

ইতালি থেকে ফ্রান্সের দক্ষিণ প্রান্ত, সমুদ্রপথে প্রায় সাড়ে ৪ হাজার কিলোমিটার পাড়ি দেবে বিলাসবহুল ক্রুজটি।

এই প্রি-ওয়েডিং অনুষ্ঠানের অতিথি তালিকায় ৮০০ জনের বেশি অতিথি রয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি ক্রুজে থাকবেন প্রায় ৬০০ জন কর্মী।

শোনা যাচ্ছে, এবার নাকি অনন্ত-রাধিকার প্রিওয়েডিং পার্টিতে মঞ্চ কাঁপাতে পারেন শাকিরা!

সূত্রের খবর অনুযাযী, ২৯ মে থেকে জুন ১ পর্যন্ত চলা এই অনুষ্ঠানে রয়েছে আরও চমক। তবে শুধুই শাকিরা নয়, স্টেজ মাতাতে পারেন ডুয়া লিপা ও এ আর রহমান।

প্রি-ওয়েডিং সেলিব্রেশনে সপরিবার শাহরুখ খানকে আমন্ত্রণ জানানো হবে। আমন্ত্রিতদের তালিকায় থাকবেন সলমান খানও। এছাড়াও রণবীর-আলিয়া, রণবীর-দীপিকা, নিক-প্রিয়াঙ্কা, সিদ্ধার্থ-কিয়ারা জুটি হাজির থাকবেন এই অনুষ্ঠানে।

বিদেশে প্রি-ওয়েডিং সেরে মুম্বইতে বিয়ের আসর বসবে। তবে দিল্লিতেও একদফা সেলিব্রেশন হতে পারে বলে সূত্রের খবর।