Advertisement
Advertisement

Breaking News

কিয়ারা ডাব্বু রতনানি

ডাব্বু রতনানির ক্যালেন্ডারে ‘টপলেস’ ভূমি-কিয়ারা, দেখুন ফটো অ্যালবাম

ফ্যাশন ফটোগ্রাফার ডাব্বু রতনানির ২০২০'র ক্যালেন্ডারে আগুন ঝরালেন বলিউড তারকারা।

১০

উন্মুক্ত শরীর, কচুপাতার আড়াল থেকেই ধরা দিলেন লাস্যময়ী কিয়ারা আডবানি। খ্যাতনামা ফ্যাশন ফটোগ্রাফার ডাব্বু রতনানির ২০২০ ক্যালেন্ডারে বলিউড তারকাদের চমক।

১০

বাথটবে উন্মুক্ত পিঠ, খোলা চুল... ডাব্বুর ফ্রেমে এ যেন এক অন্য ভূমি (পেড়নেকর)!

১০

সুইমিং পুলেই আগুন ঝরালেন 'উরি'-স্টার। ডাব্বুর ক্যালেন্ডারের জন্য প্রথমবার ফটোশুট করলেন ভিকি কৌশল।

১০

'মনোক্রম মুড'-এ কৃতী স্যানন! বোতাম খোলা সাদা শার্ট থেকে উঁকি মারছে উন্মুক্ত শরীর।

১০

লুকেই যেন আগুন ঝরালেন জ্যাকলিন ফার্নান্ডেজ।

১০

এই প্রথমবার ডাব্বুর ক্যালেন্ডারের জন্য ফটোশুট করলেন অনন্যা পাণ্ডেও। গ্লিটারি জ্যাকেট আর নিয়ন রঙের প্যান্টে দিব্যি মানিয়েছে চাঙ্কিকন্যাকে।

১০

সবুজ রঙের স্পোর্টস ওয়্যারে ডব্বুর ফ্রেমে ধরা দিলেন 'রাফ অ্যান্ড টাফ' বরুণ ধাওয়ান।

১০

'ফ্রেমবন্দি সানি'! বইয়ের ফাঁক থেকে উঁকি দিচ্ছে লাস্যময়ীর উন্মুক্ত শরীর।

১০

'কার্ভস' তাঁর সবসময়েই পছন্দের। আগেরবারের মতোই এবারেও ডব্বুর ফটোশুটে স্নানের পোশাকে এক অন্য মাত্রা যোগ করলেন বিদ্যা বালান।

১০ ১০

'কোয়্যার্কি' অবতারে দেখা গেল সইফ আলি খানকে। লাল জুতো, পরনে জিনসের জ্যাকেট ও প্যান্টেও অনন্য ফ্যাশনের ছোঁয়া।