কালভৈরব মন্দিরে পুজো দিয়ে ২ দিনের বারাণসী সফরের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কালভৈরব মন্দিরে আরতিও করেন তিনি।
কাশী বিশ্বনাথ মন্দিরের প্রধান পুরোহিত শ্রীকান্ত মিশ্রের সঙ্গে গর্ভগৃহে প্রবেশ করে পুজো দেবেন। তারপরই ৩৩৯ কোটি টাকার প্রকল্পের প্রথম পর্যায় করিডর প্রকল্পের উদ্বোধন করবেন। ললিতা ঘাট থেকেই প্রধানমন্ত্রী করিডরে প্রবেশ করবেন এবং কাশী বিশ্বনাথ মন্দিরের উত্তর দিকের দরজা দিয়ে মন্দিরে ঢুকবেন। গঙ্গা থেকে জল নিয়ে কাশী বিশ্বনাথ শিবলিঙ্গে জল ঢালার কথা তাঁর।
৩৩৯ কোটি টাকার প্রকল্পের এই প্রথম পর্যায়ে প্রায় ৫ লক্ষ স্কোয়্যার ফুট জায়গা জুড়ে তৈরি হওয়া মোট ২৩টি ভবনের উদ্বোধন করা হবে।
যার মধ্যে রয়েছে যাত্রী সুবিধা কেন্দ্র, পর্যটন সুবিধা কেন্দ্র, ফুড কোর্ট, টিকিট কাউন্টার, সংগ্রহশালা, পুজোর সামগ্রীর দোকান। করিডর জুড়ে রয়েছে রুদ্রাক্ষ, বায়েল, পারিজাত, আমলা ও অশোক গাছ।
এই বিশেষ প্রকল্পের মাধ্যমে কাশী বিশ্বনাথ মন্দির দেশ ও বিশ্বের কাছে ‘নতুন ধাম’ হিসাবে পরিচিতি পাবে বলে দাবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।
জালাসেন ঘাট থেকে মন্দির চক ও কাশী বিশ্বনাথ মন্দির চত্বরকেও ফুল ও আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.