পদ্ম পুরস্কার প্রদান অনুষ্ঠানে সোমবার রাষ্ট্রপতি ভবন যেন চাঁদের হাট। এদিন সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের পদ্ম সম্মান ভূষিত করা হল। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ কৃতীদের হাতে তুলে দিলেন এই সম্মান। রাষ্ট্রপতি সম্মান পেলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।
এ বছর ১১৯ জনকে পদ্ম সম্মানে ভূষিত করা হয়েছে। যার মধ্য়ে ৭ জন পদ্মবিভূষণ, ১০ জন পদ্মভূষণ এবং ১০২ জনকে পদ্মশ্রী সম্মান দেওয়া হল। এদিন পদ্মশ্রী পেলেন সংগীত শিল্পী আদনান সামি।
পদ্মবিভূষণ সম্মান পেলেন ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। সবুজ রঙের বাহারি শাড়িতে একেবারে অন্যরকম অবতারে দেখা গেল পিভি সিন্ধুকে। রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান পেয়ে স্বাভাবিক ভাবেই খুব খুশি সিন্ধু।
তবে শুধু পিভি সিন্ধু নয়। এদিন পদ্মশ্রী সম্মান পেলেন ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক এমএস রানি। এই সম্মান পেয়ে এমএস রানি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এই ধরনের সম্মান আমাদের দেশের মহিলা খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে।
বলিউডের মশালা ছবি মানেই করণ জোহর। বক্স অফিসে তাঁর একের পর ছবি সুপারহিট। এদিন রাষ্ট্রপতির হাত থেকে পদ্মশ্রী সম্মান পেলেন পরিচালক করণ জোহর। টেলিভিশন ধারাবাহিকে নতুন ট্রেন্ড তৈরি করেছেন একতা কাপুর। তাঁকেও দেওয়া হল পদ্মশ্রী সম্মান।
মরণোত্তর পদ্মভূষণ সম্মান পেলেন সুষমা স্বরাজ। রাষ্ট্রপতির হাত থেকে সম্মান গ্রহণ করলেন সুষমাকন্যা বাঁশুরি স্বরাজ। মরণোত্তর পদ্মবিভূষণ সম্মান পেলেন অরুণ জেটলিও ।
টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ সরিতা যোশী। রাষ্ট্রপতির হাত থেকে অভিনেত্রী পেলেন পদ্মশ্রী সম্মান। সম্মান প্রদান অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.