রাজকীয় স্টাইলে দিল্লিতে সাত পাকে বাঁধা পড়লেন রাজ কাপুরের দৌহিত্র আরমান জৈন। কনে অনিশা মালহোত্রা। রনধীর-ঋষি কাপুরের একমাত্র আদুরে ভাগ্নে।
বরযাত্রী যাওয়ার সময়ে পিসতুতো ভাই আরমানের গাড়িতে ধুম নাচ করিশ্মা-করিনার।
মেহেন্দি এবং সঙ্গীতে ভাইবোনের সঙ্গে করিশ্মা কাপুর। করিনা যদিও সেদিন পৌছতে পারেননি।...
তবে বিয়ের দিন সকালেই স্বামী সইফ আলি খান এবং ছেলে তৈমুরকে নিয়ে পৌঁছে যান পিসির বাড়ি। ফ্রেমে রনধীর, সইফ, করিনা-করিশ্মার সঙ্গে ছোট্ট তৈমুর।
ছোট থেকেই পিসির ছেলে আরমানের সঙ্গে রণবীরের ভাল বন্ধুত্ব। বাবা ঋষি কাপুরের শারীরিক অসুস্থতার জন্য যেতে পারেননি বিয়েতে। কিন্তু মঙ্গলবার রিসেপশনে গার্লফ্রেন্ড আলিয়া এবং মা নীতু কাপুরকে নিয়ে হাজির ছিলেন রণবীর কাপুরও।
তারকাখচিত রিসেপশন পার্টিতে নজর কাড়লেন শাহরুখ-গৌরী। অভিনেতা সঞ্জয় কাপুরের পরিবারের সঙ্গে ক্যামেরার সামনে পোজ দিলেন পরিচালক করণ জোহর।
সাধেই বলে, বলিউডে এখন প্রেমের জোয়ার! আর রাখঢাক নয়, বেস্ট ফ্রেন্ড করিশ্মার পিসতুতো ভাইয়ের রিসেপশনে প্রেমিক অর্জুনকে নিয়ে হাজির মালাইকা।
এভারগ্রিন রেখার সঙ্গে দুই প্রজন্মের বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় এবং কিয়ারা আডবানি।
ওদিকে, বউদি করিনার ভাই আরমানের বিয়েতে স্বামী কুণাল খেমুকে নিয়ে হাজির নবাবকন্যা সোহা আলি খানও।
আরমান-অনিশার রিসেপশনে সপরিবারে আম্বানিরা।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.