প্রতিবারের মতোই শ্যামা মায়ের আরাধনায় মেতে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটের বাড়িতে পুজোর আয়োজনে হাত লাগালেন নিজে।
রবিবার দুপুরে মুখ্যমন্ত্রী নিজে হাতে রান্না করলেন ভোগ। তবে এই প্রথম নয়, প্রতিবছরই বাড়ির ভোগ রান্না করেন তিনি। সঙ্গে ছিলেন পরিবারের অন্যান্য মহিলা সদস্যরা।
শুধু ভোগ রান্না নয়, পুজোর কার্যত সবদিকই মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে।
রবিবার সন্ধেয় কালো পোশাকে যজ্ঞে বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ইতিমধ্যেই অতিথিরা পৌঁছে গিয়েছেন। রয়েছেন ছোট পর্দার অভিনেতা-অভিনেত্রীরা। রয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম, কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ডেরেক ও’ব্রায়েন, শান্তনু সেন, আইপিএস বিবেক সহায়, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী-সহ অন্যান্যরা।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.