Advertisement
Advertisement

Breaking News

Kali Puja 2024

সাবেকিয়ানা থেকে আধুনিকতা, ‘প্রহবনে’র উদযাপন শ্যামা পল্লি শ্যামা সংঘে

কথায় আছে 'ওল্ড ইজ গোল্ড'। এই পুজোয় সেই স্বাদ মিলবে। ছবি: শুভজিৎ মুখোপাধ্যায়।

হালকা হিমেল হাওয়ায় শ্যামা আরাধনায় মেতেছে শহরবাসী। অনেকেই পুজো পরিক্রমা শুরু করেছেন। সেই তালিকায় থাকতে পারে সুলেখা মোড়ের শ্যামা পল্লির শ্যামা সংঘের পুজো।

কালের নিয়মে বর্তমানে অনেক পুজো কমিটিই সাবেকিয়ানার সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে থিমের দিকে ঝুঁকেছে। কিন্তু ওই কথায় আছে না, 'ওল্ড ইজ গোল্ড'। শ্যামা পল্লির পুজোতেও উঠে এসেছে সেই পুরাতন ভাবনা।

শ্যামা পল্লি শ্যামা সংঘের এবারের পুজো ৭৫তম বর্ষে পদার্পণ করেছে। হীরক জয়ন্তিতে তাদের পুজোয় সেই অতীতের সাবেকিয়ানার সঙ্গে মিশে গিয়েছে থিমের চাকচিক্য। নতুন, পুরনোর মিশেলে তৈরি হয়েছে মণ্ডপ ও প্রতিমা। থিমের পোশাকি নাম 'প্রবহন'। সমগ্র পরিকল্পনায় রয়েছে টিম 'থিঙ্কার্স'। যার অন্যতম সোমনাথ শীল।

একই মঞ্চে অতীত প্রজন্মকে সম্মান জানিয়ে প্রবীণ থিমকে আপন করে নিয়েছে এই পুজো। প্রতিমাতেও থাকছে সাবেকি ও নতুনত্বের মিশেল। মায়ের সাদা-কালো চালচিত্র থেকে ধীরে ধীরে থিমের রঙে প্রতিমা রঙিন হয়ে উঠেছে।

এবার এই মণ্ডপের প্রতিমা তৈরি করেছেন অরিঘ্ন সাহা। তবে অতীতে এখানেই মায়ের চক্ষুদান করেছে পদ্মশ্রী সনাতন রুদ্রপাল। এই দুই প্রজন্মকে একছাতার নিচে এনে কুর্নিশ জানাতে ভোলেননি সোমনাথ।

পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, খুব কম সময়ে থিঙ্কার্স যে এমন একটা পুজো উপহার দিয়েছে, তাঁরা তাতেই খুশি। আশা করছেন, দর্শকদেরও ভালো লাগবে।