বেশ কিছুদিন ধরেই যীশু সেনগুপ্ত ও নীলাঞ্জনার বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। এমন সময় তারকা দম্পতির কন্যা নিজের কাজ নিয়েই ব্যস্ত।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'উমা'। সেই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন সারা। তখন যিশুকন্যা খুবই ছোট। তবে এখন তিনি পুরদস্তুর মডেল।
ইতিমধ্যেই একাধিকবার র্যাম্পে নজর কেড়েছেন সারা। তারকাকন্যার এই নতুন ছবিগুলো শেয়ার করেছেন রূপটান শিল্পী প্রসেনজিৎ বিশ্বাস। তিনিই সারাকে এই লুকে সাজিয়েছেন।
'ফ্যাশন যদি কোনও শিল্প হয় তুমি ক্যানভাস', একথা লিখেই সারার ছবিগুলো শেয়ার করেছেন প্রসেনজিৎ। তিনিই তুলেছেন ছবিগুলো। তাতে ভালোবাসার ইমোজি দিয়েছেন নীলাঞ্জনা।
মিনি স্কার্ট ও মানানসই টপ রয়েছে সারার পরনে। বোমবেমের গয়নায় সেজেছেন তিনি। যিশু-নীলাঞ্জনা কন্যার এই রূপ দেখে মুগ্ধ অনুরাগী। কমেন্টবক্সে তাঁকে 'ভবিষ্যতের সুপার মডেল'ও বলা হয়েছে। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.