Advertisement
Advertisement

Breaking News

Jeet

‘ফ্যামিলি ম্যান’ জিৎ, জীবনের মুহূর্ত ভাগ করেই জানালেন দিওয়ালির শুভেচ্ছা

ক্যাপশনে কী লিখলেন তারকা?

আদ্যোপান্ত 'ফ্যামিলি ম্যান' টলি সুপারস্টার জিৎ। কিছুদিন আগেই ছেলে রোনভের জন্মদিন সেলিব্রেট করেছিলেন। সেই ছবি শেয়ার করেই জানালেন দিওয়ালির শুভেচ্ছা।

২০১১ সালে শিক্ষিকা মোহনার সঙ্গে গাঁটছড়া বাঁধেন জিৎ। ২০১২ সালের ১২ ডিসেম্বর জিৎ-মোহনার প্রথম সন্তান নবন্যার জন্ম হয়। রোনভের গত বছরের অক্টোবর মাসে।

অক্টোবরেই ধুমধাম করে ছেলের জন্মদিন সেলিব্রেট করেছেন জিৎ। সেই সময় ছোট্ট ভিডিও শেয়ার করে জানিয়েছিলেন, ছবি কয়েকদিন পরেই পাওয়া যাবে।

দিওয়ালির থেকে ভালো উপলক্ষ্য আর কীই বা হতে পারে! পরিবারের সঙ্গে কাটানো একাধিক সুন্দর মুহূর্তের ছবি শেয়ার করেছেন জিৎ।

'আমাদের সবার তরফ থেকে আপনাদের ধনতেরাস আর দিওয়ালির অনেক শুভেচ্ছা', ক্যাপশনে এই কথাই লিখেছেন জিৎ। ছবি: ইনস্টাগ্রাম।