Advertisement
Advertisement

Breaking News

Jaya Ahsan

ফিল্মফেয়ারের মঞ্চে গ্ল্যামারাস লুকে নজর কাড়লেন জয়া, জিতলেন সেরার শিরোপাও

তাঁর ছবি দেখে অনুরাগীদের মনে ঝড়। ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

২০২৫ সালের 'জয় ফিল্মফেয়ার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস'-এ চিরন্তন ফ্যাশনের রানির শিরোপা জিতে নিলেন জয়া আহসান। কলকাতার এক পাঁচতারা হোটেলে আয়োজিত তারকাখচিত এই অ্যাওয়ার্ডস শোতে আলাদা করে নজর কাড়লেন জয়া।

এদিন তিনি সানায়া কোচরের ডিজাইন করা লেমন ইয়েলো রঙের নুডুল স্ট্র্যাপ লং গাউনে দ্যূতি ছড়ালেন। সঙ্গে নিয়েছিলেন আলেকজান্ডার ম্যাকুইনের ক্লাচেস। গাউনের সঙ্গে সেজেছিলেন মানানসই জুয়েলারিতে।

সাবেকি পোশাকের পাশাপাশি তিনি যে পশ্চিমি পোশাকেও সমান স্বচ্ছন্দ্য তা তিনি আবারও প্রমাণ করলেন। তবে সাজসজ্জার ক্ষেত্রে বরাবরই নিজস্বতা বজায় রাখায় বিশ্বাসী অভিনেত্রী।

ইতিপূর্বেও তাঁকে একাধিকবার ডিজাইনারদের পোশাকে মোহময়ী রূপে দেখা গিয়েছে।তাঁর রূপের ছটায় নেট দুনিয়ায় ঝড় উঠেছে।

অভিনয়ের মতোই তিনি নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তৈরি করেছেন। তাঁর নতুন সিরিজ 'জিমি' আগামী ২৮ মার্চ হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে। সিরিজে তাঁর অভিনীত চরিত্রের নাম রুনা লায়লা। এবার তাঁকে দেখা যাবে রহস্যের সমাধান করতে।

ডিজাইনার পোশাকের সঙ্গে তাঁর পছন্দের তালিকায় রয়েছে মসলিন।যেকোন অনুষ্ঠানে শাড়িই তাঁর প্রথম পছন্দ।

অভিনয়ের পাশাপাশি নিজের হাতে বাগান করা সবজি চাষ করা অভিনেত্রীর খুবই পছন্দের বিষয়। কাজের ফাঁকে নিজের খামার বাড়িতে এইসব নিয়ে সময় কাটাতেই অভিনেত্রী সবচেয়ে বেশি পছন্দ করেন। (ছবি: ইনস্টাগ্রাম)

News Hub