Advertisement
Advertisement

Breaking News

রাতের ঘুম ওড়াবে ‘জওয়ান’ নায়িকার মাখন শরীর! নয়নতারার এই ছবিগুলো আগে দেখেছেন?

শাহরুখ খানের 'জওয়ান' নায়িকার রূপ দেখলে রাতের ঘুম উড়বে!

শাহরুখের 'জওয়ান' প্রমিলা বাহিনীর অন্যতন নয়নতারা। পর্দায় দক্ষিণী অভিনেত্রীর ঝাঁজ দেখে দর্শকরা প্রশংসায় পঞ্চমুখ।

মহিলা পুলিশ অফিসারের ভূমিকায় দক্ষিণী সুপারস্টার নয়নতারাও তুখড়। কিং খানের সঙ্গে রীতিমতো পাল্লা দিয়েছেন অ্যাকশন সিকোয়েন্সগুলিতে।

শাহরুখের প্রেমিকা-স্ত্রীয়ের চরিত্রেও দেখা গিয়েছে নয়নতারাকে। 'জওয়ান' দিয়েই বলিউডে পা রাখলেন নয়নতারা।

নয়নতারা নিঃসন্দেহে সুন্দরী। যমজ সন্তানে মা । যার পুরুষভক্তের সংখ্যাও নেহাত কম নয়। দক্ষিণী অভিনেত্রীর স্বামী ভিগনেশ শিবন।

ক্লিনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং- নয়নতারার রূপরহস্যের অন্যতম তিন ধাপ। শরীরচর্চাতেও বেশ সচেতন নয়নতারা।

আশা করা যায়, 'জওয়ান'-এর পর আরও বলিউড ছবিতে দেখা যাবে নয়নতারাকে।