Advertisement
Advertisement

Breaking News

Janhvi Kapoor

প্যারিসে জাহ্নবীর ‘জলওয়া’! মার্জার সরণিতে ঝড় তুললেন শ্রীদেবীকন্যা

ব্ল্যাক মারমেড স্কার্ট ছিল জাহ্নবীর পরনে।

প্যারিসের মার্জার সরণিতে ঝড় তুললেন জাহ্নবী কাপুর। ডিজাইনার রাহুল মিশ্রর পোশাকে হাঁটলেন প্যারিস হাউত কোটিওর উইকের র‌্যাম্পে।

ব্ল্যাক মারমেড স্কার্ট ছিল জাহ্নবীর পরনে। তাতে যেমন জিলড টেক্সচার ছিল, তেমনই ছিল হলোগ্রাফিক টোন। এর সঙ্গেই স্ট্যাপলেস ব্লাউজ পরেছিলেন জাহ্নবী।

বলিউডে ছবির সংখ্যা খুব বেশি নয়। তবে অভিনেত্রী হিসেবে নিজের জাত চিনিয়েছেন জাহ্নবী। 'ধড়ক', 'গুঞ্জন সাক্সেনা', 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'র মতো সিনেমার মাধ্যমে বুঝিয়েছেন তিনি শ্রীদেবীর সুযোগ্যা কন্যা।

প্রথম ছবির রিলিজের আগেই মাকে হারিয়েছেন জাহ্নবী। তবে তাঁর আদর্শকেই জীবনের পাথেয় করে চলছেন বলিউডের এই নায়িকা।

আগামীতে জাহ্নবীকে দেখা যাবে স্পাই থ্রিলার 'উলঝ' সিনেমায়। ৫ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল নতুন এই সিনেমার। তা পালটে গিয়েছে। আগামী ২ আগস্ট সিনেমার নতুন মুক্তির তারিখ ধার্য করা হয়েছে।

অভিনয়ের পাশাপাশি নাকি চুটিয়ে প্রেমও করছেন জাহ্নবী। সূত্রের খবর মানলে, ছোটবেলার বন্ধু শিখর পাহাড়িয়াকেই মন দিয়েছেন শ্রীদেবীকন্যা। তাঁর সঙ্গেই নানা জায়গায় দেখা যায় অভিনেত্রীকে। ছবি: সংগৃহীত।