বছর দুয়েক আগেই গ্ল্যামার দুনিয়ায় পা রেখেছেন শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুর। সম্প্রতি ইব্রাহিম আলি খানের বিপরীতে 'নাদানিয়া' সিনেমায় অভিনয় করেছেন।
তবে সেই ছবি নিয়ে কম কটাক্ষের শিকার হতে হচ্ছে না খুশি কাপুরকে। লাগাতার সোশাল মিডিয়ার আতসকাচে তিনি। শুনতে হচ্ছে, 'নেপোকিড' কটাক্ষও।
নিন্দে-সমালোচনা যতই হোক, খুশি রয়েছেন নিজের জগতে মেতে। সম্প্রতি সোশাল মিডিয়ায় সোনালি গাউন পরা ফটোশুটের ছবি শেয়ার করেছেন। আর সেটা দেখেই তাঁর রূপের আগুনেই পুড়ছে নেটপাড়া!
খোদ দিদি জাহ্নবী কাপুর বোনের এহেন বোল্ড অবতার দেখে খুশিতে ডগমগ। বলছেন, "আমার মতে, তোর মতো কেউ নেই।"
সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় খুশি। নিজের জীবনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। এবারও নিজের ফটোশুটের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন।
জোয়া আখতারের পরিচালনায় তৈরি 'দ্য আর্চিস' সিনেমায় বেটি কুপারের চরিত্রে অভিনয় করেছিলেন খুশি কাপুর। সেবারও অভিনয়ের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। (ছবি-ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.