Advertisement
Advertisement

Breaking News

Jagaddhatri Puja 2024

সাবেকি প্রতিমা থেকে থিমের মণ্ডপ, ছবিতে দেখে নিন চন্দননগরের ৫ বিখ্যাত জগদ্ধাত্রী পুজো

হিমেল হাওয়ায় দেবী জগদ্ধাত্রীর আরাধনায় আলোয় সেজেছে চন্দননগরের অলিগলি।

দুর্গাপুজো, কালীপুজো কাটিয়ে আলোর রোশনাইয়ে সেজে উঠেছে গঙ্গাপাড়ের চন্দননগর। হিমেল হাওয়ায় দেবী জগদ্ধাত্রীর আরাধনায় আলোময় শহরের অলিগলি। কৃষ্ণনগরে মায়ের পুজো একদিনে হলেও এই শহরে চারদিন ধরেই পুজো হয়। সাবেকিয়ানার সঙ্গে সঙ্গে কোথাও রয়েছে থিমের ছোঁয়াও। রইল কিছু জনপ্রিয় পুজোর টুকরো ছবি।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজো কবে শুরু হয়েছিল তা নিয়ে সংশয় থাকলেও শহরের দক্ষিণ অংশের সবচেয়ে পুরনো পুজো যে লিচুতলার পুজো, তা নিয়ে সংশয় নেই। এই বারোয়ারি পুজো কমিটির ৮৫তম বর্ষে পদার্পণ করল। মণ্ডপে ঢুকলে পাবেন মাটির গন্ধ। পাখিদের আশ্রয়হীন হয়ে পড়া নিয়েই সাজানো হয়েছে মণ্ডপ। সঙ্গে নজর কাড়বে রাজকীয় প্রতিমা।

আলোকের ঝরনাধারায় সেজে উঠেছে শহর। সেজেছেন বাগবাজার সর্বজনীনের প্রতিমাও। চন্দননগরের বাগবাজার জগদ্ধাত্রী পুজো উপলক্ষে রাস্তাজুড়ে দেওয়া হয়েছে আলপনা। প্রতিবারের মতো এবারও প্রতিমায় সাবেকিয়ানা বজায় রাখা হয়েছে। ১৯০ বছরের ঐতিহ্যশালী এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস।

এবারের দুর্গাপুজোয় ত্রিধারা সম্মিলনীর পুজো মিস করেছেন? তাহলে ফের তা দেখার সুযোগ করে দিল চন্দননগর। হেলাপুকুর সর্বজনীনের পুজোয় ফিরেছে 'অঙ্গন'। প্রতিবারের মতো এবারেও পুজোর শুরু হতেই দর্শকদের ভিড় আছড়ে পড়েছে এই পুজো প্রাঙ্গণে।

শহরের আরও একটি ঐতিহ্যশালী পুজো রানিমা'র পুজো। প্রায় ৮০ বছর ধরে মায়ের আরাধনা করে আসছে তেমাথা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি। শহরের সবচেয়ে বড় প্রতিমা হিসাবে ধরা হয় 'রানিমা'কেই। কথিত আছে, পুজোর শুরুর দিকে একমাত্র চন্দননগর তেমাথা সর্বজনীন জগদ্ধাত্রী পুজোয় প্রতিমাকে সাজানো হত সোনালি সাজে। এই উজ্জ্বল রূপে দেবীকে রাজরানির মতো দেখতে লাগত। সেই থেকেই 'রানিমা' বলে ডাকা হয় এই প্রতিমাকে।

বেশোহাটা সর্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি এবারের পুজোয় তুলে ধরেছে স্বাধীনতা সংগ্রামীরদের আত্মবলিদানের কথা। আলোছায়ায় ভেসে উঠেছে দেশের স্বাধীনতার ইতিহাসের সঙ্গে জড়িত সংগ্রামীদের ছবি। প্রতিমা সাবেকি।