২ মাসের যুদ্ধবিরতি চুক্তি শেষ হতেই গাজায় ফের হামলা। প্রাণ হারিয়েছেন প্রায় চারশোর উপর মানুষ। আহত বহু।
ধবংসস্তূপের মধ্যে শেষ সম্বল হাতড়ে বেরচ্ছেন এক প্যালেস্তিনীয়।
ইজরায়েলি বোমায় ধূলিসাৎ হয়ে গিয়েছে আল নুসাইরাত শরণার্থী শিবির। এই ক্যাম্পে আশ্রয় নিয়েছিলেন বহু প্যালেস্তিনীয়।
তেল আভিভের আক্রমণে মৃত্যুমিছিল গাজায়। নাসের হাসপাতালে মৃতদেহের স্তূপ।
হাসপাতাল থেকে প্রিয়জনের রক্তাক্ত দেহ নিয়ে যাচ্ছেন এক প্যালেস্তিনীয়।
যুদ্ধ কেড়েছে প্রিয়জনকে। ধ্বংসস্তূপ দেখে কান্নায় ভেঙে পড়েছেন অসহায় বাসিন্দারা।
দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আল মাওয়াসি শরণার্থী শিবিরে আছড়ে পড়ে ইজরায়েলি বোমা। মাথা গোঁজার ঠাঁই হারিয়েছে নিষ্পাপ শিশুরা।
ইজরায়েলের হামলায় দক্ষিণ গাজায় গুঁড়িয়ে গিয়েছে একের পর বহুতল।
প্রাণ বাঁচাতে গাজা ছেড়ে পালাচ্ছেন শয়ে শয়ে মানুষ।
যুদ্ধের বলি নিষ্পাপ শিশুরাও। সন্তানের মৃতদেহ আগলে কান্না বাবার।
মধ্য গাজায় খাবারের জন্য হাহাকার। নেই পর্যাপ্ত জলও।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.