Advertisement
Advertisement

Breaking News

Ira-Nupur Reception

আমিরকন্যা ইরার রিসেপশনে শাহরুখ-সলমন, আর কারা নজর কাড়লেন?

আমিরের আমন্ত্রণে রাজনীতি ও ক্রিকেট জগতের তারকারাও আসেন।

১১

শনিবারের রাত। আমির খানের মেয়ে ইরা ও জামাই নূপুরের রিসেপশন। কালো স্যুট পরে এসেছিলেন শাহরুখ খান। কালচে লাল সালোয়ারে সেজেছিলেন গৌরী।

১১

যেখানেই যান দাবাং মুডে থাকেন সলমন খান। ইরার রিসেপশনেও তার অন্যথা হয়নি। একাই এসেছিলেন ভাইজান।

১১

স্ত্রী আলিয়ার সঙ্গে নয়, একা এসেছিলেন বলিউডের 'অ্যানিম্যাল' রণবীর কাপুর। বেইজ কালারের বন্ধগলা ছিল তাঁর পরনে।

১১

অন্যদিকে ক্যাটরিনাও একাই নিমন্ত্রণ রক্ষা করেন। তাঁর পরনে আবার ছিল বেইজ রঙের লেহেঙ্গা। গোলাপি আর চোরকোল গ্রের কম্বিনেশনের লেহেঙ্গা ছিল কঙ্গনা রানাউতের পরনে। আসেন ভূমি পেড়নেকর, তাপসী পান্নু, কার্তিক আরিয়ান।

১১

বলিউডের তিন ডিভা রেখা, হেমা মালিনী ও সায়রা বানুকে দেখা যায় একসঙ্গে। আমিরের আমন্ত্রণে আশা পারেখও এসেছিলেন। আসেন বলিউডের 'হিম্যান' ধর্মেন্দ্র।

১১

স্বামী শ্রীরাম নেনের সঙ্গে রিসেপশনে আসেন মাধুরী দীক্ষিত। কালো আর খয়েরি রঙের কম্বিনশনে সেজেছিলেন দুজন। জয় মেহতার সঙ্গে আসেন জুহি চাওলা।

১১

স্ত্রী তাহিরার সঙ্গে রিসেপশনে আসেন আয়ুষ্মান খুরানা। অভিনেতা পরেছিলেন কালো স্যুট। আর স্ত্রীর পরনে ছিল কালারফুল শাড়ি। অপারশক্তি খুরানাও এসেছিলেন অনুষ্ঠানে।

১১

আমিরের আমন্ত্রণেই মুম্বইয়ের রিসেপশনে হাজির হন মুকেশ আম্বানি ও নীতা আম্বানি। উল্লেখ্য, বিকেসি জিও সেন্টারেই রিসেপশনের আয়োজন হয়েছিল।

১১

আর লুকোছাপা নয়, প্রেমিক সিদ্ধার্থের হাত ধরেই রিসেপশনে আসেন বলিউড সুন্দরী অদিতি রাও হায়দরি।

১০ ১১

রাজনৈতিক নেতাদেরও দেখা যায় ইরা-নূপুরের রিসেপশনে। এসেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। রাজ ঠাকরেকেও দেখা যায় অনুষ্ঠানে।

১১ ১১

ক্রিকেটারদের মধ্যে দেখা যায় মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর, জাহির খান ও শিখর ধাওয়ানকে। স্ত্রী সাগরিকাকে নিয়ে এসেছিলেন জাহির।