Advertisement
Advertisement
IPL Auction 2024

আইপিএলের নিলামে কী স্ট্র্যাটেজি? কাদের টার্গেট করবে KKR?

নাইটদের নজরে রয়েছেন এই নয় ক্রিকেটার।

১০

গৌতম গম্ভীর মেন্টর হয়ে আসার পর গোটা দল নতুন করে সাজাতে চায় KKR। সেকারণেই নিলামের আগে ছেড়ে দেওয়া হয়েছে প্রায় এক ডজন তারকাকে। সেই তারকাদের তালিকায় যেমন শার্দূল ঠাকুর, লকি ফার্গুসন রয়েছেন তেমনই রয়েছেন শাকিব আল হাসান, লিটন দাসরাও।

১০

এবারের নিলামে কেকেআর মোট ১২ জন ক্রিকেটার কিনতে পারবে। এদের মধ্যে বিদেশি কেনা যাবে ৪ জন। নাইটদের হাতে আছে ৩২ কোটি ৭০ লক্ষ টাকা।

১০

প্যাট কামিন্স: নিলামের আগে পেস বিভাগের প্রায় গোটাটাই ছেঁটে ফেলেছে কেকেআর। তাই নিলামে মূলত পেসারদের জন্য ঝাঁপাবে নাইটরা। সেক্ষেত্রে সবার আগে নাইটদের টার্গেটে থাকবেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক বল হাতে যেমন পেস বিভাগের নেতৃত্ব দিতে পারবেন, তেমনি লোয়ার অর্ডারে ব্যাটটাও করতে পারবেন।

১০

মিচেল স্টার্ক: প্যাট কামিন্সের মতো মিচেল স্টার্কও একই কাজ করতে পারবেন নাইটদের জন্য। তাঁর বাড়তি সুবিধা হল তিনি বাঁহাতি। আর নাইট শিবিরে আর কোনও বাঁহাতি পেসার নেই। তবে স্টার্ককে দলে নিয়ে অতীত অভিজ্ঞতা বিশেষ ভালো নয় কেকেআরের। সেটাও ভাববেন গম্ভীর।

১০

দিলশান মধুশঙ্কা: বিদেশি পেসারদের মধ্যে কামিন্স এবং স্টার্ককে না কেনা গেলে কেকেআরের পছন্দ হতে পারেন দিলশান মধুশঙ্কা। শ্রীলঙ্কার এই পেসার যেমন সুইং করাতে পারেন, তেমন ডেথ ওভারটাও সামলাতে পারবেন। বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স ছিল নজরকাড়া।

১০

আজমতুল্লাহ ওমরজাই: আন্দ্রে রাসেলের বিকল্প খোঁজা নাইটদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ ক্যারিবিয়ান সুপারস্টারের ফিটনেস নিয়ে সবসময় একটা প্রশ্ন থেকে যায়। রাসেলের বিকল্প হিসাবে আফগান তারকা ওমরজাই নজরকাড়া হতে পারেন। তিনি যেমন বলটা ভালো করেন, ব্যাট হাতেও তেমন ম্যাচের গতি ঘোরানোর ক্ষমতা আছে।

১০

চেতন সাকারিয়া: বিদেশি পেসারের পাশাপাশি ভারতীয় পেসারও কিনতে চাইবে নাইটরা। সেক্ষেত্রে বাঁহাতি পেসার চেতন সাকারিয়ার নাম উঠে আসছে। সেই সঙ্গে শোনা যাচ্ছে কার্তিক ত্যাগীর নামও।

১০

শাহরুখ খান: নাইটদের অন্যতম বড় দুর্বলতা হল দেশি ভালো উইকেটরক্ষক না থাকা। এই সমস্যার সমাধান করতে পারেন শাহরুখ খান। লোয়ার অর্ডারে এসে ব্যাটটাও বেশ ভালোই করেন তিনি।

১০ ১০

তাবরিজ শামসি: এমনিতে কেকেআরের স্পিন বিভাগ ভীষণ শক্তিশালী। তবে গত মরশুমে নারিনকে সেরা ছন্দে দেখা যায়নি। তাই নারিনের বিকল্প হিসাবে কম দামে পেলে শামসিকে কিনে নিতে পারেন মেন্টর গম্ভীর।

১১ ১০

মণীশ পাণ্ডে: কেকেআরের সবচেয়ে বড় শক্তি হল মিডল অর্ডার। ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতীশ রানা, রিঙ্কু সিংদের উপস্থিতিতে মিডল অর্ডারে বিশেষ জায়গা নেই। তবে এদের ব্যাক আপ হিসাবে যদি কাউকে কেকেআর কিনতে চায়, তাহলে অবশ্যই মণীশ পাণ্ডের কথা ভাববেন গম্ভীর।