মহেন্দ্র সিং ধোনি- বয়স ৪৩। কিন্তু ফর্মে-ফিটনেসে আজও টেক্কা দেবেন অনেক তরুণ তুর্কিকে। আইপিএলের প্রথম মরশুম থেকে খেলে চলেছেন। পাঁচটি খেতাবের মালিক। এবারও ভারতের সব স্টেডিয়ামে শোনা যাবে 'ধোনি, ধোনি' ধ্বনি।
বিরাট কোহলি- ভক্তদের কাছে তিনি 'কিং'। আইপিএলের প্রথম বছর থেকেই আরসিবি-র জার্সিতে রাজত্ব করেছেন। তবে এখনও ট্রফি জেতা হয়নি ৩৬ বছর বয়সি মহাতারকার। এখন আর নেতৃত্বের দায়িত্বে নেই। তবে বেঙ্গালুরুর হৃদপিণ্ড তিনিই। এবার কি অধরা ট্রফি জয় হবে?
রোহিত শর্মা- আইপিএলের প্রথম মরশুমে খেলেছিলেন ডেকান চার্জার্সে। পরে আসেন মুম্বই ইন্ডিয়ান্সে। হাজারও বিতর্কের জেরে গত মরশুমটা ভালো কাটেনি মুম্বই তারকার। তবে ৩৮ বছর বয়সি হিটম্যানের থেকে এবারও তাণ্ডব দেখা যেতেই পারে।
মণীশ পাণ্ডে- ২০০৮ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে সফর শুরু। তারপর আরসিবি, হায়দরাবাদে খেলেছেন। মাঝে ছিলেন নাইট রাইডার্সে। এবার ফের কেকেআরের জার্সিতে মঞ্চ মাতাতে প্রস্তুত ৩৫ বছর বয়সি তারকা।
অজিঙ্ক রাহানে- ৩৮ বছর বয়সি রাহানেকে মাত্র ১.৭৫ কোটি টাকায় তুলে নিয়েছে কেকেআর। বর্তেছে নেতৃত্বের দায়িত্বও। প্রথম মরশুমে ছিলেন মুম্বইয়ে। এবার কি বুড়ো হাড়ে ভেলকি দেখাতে পারবেন?
রবিচন্দ্রন অশ্বিন- গত বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। এবার ফিরে এসেছেন চেন্নাইয়েই, ২০০৮ সালে যেখান থেকে সফর শুরু হয়েছিল। ঘরের মাঠ চিপকে অশ্বিন জাদুর অপেক্ষায় ভক্তরা।
ইশান্ত শর্মা: প্রথম মরশুমে ছিলেন নাইট রাইডার্সে। ১৩ ম্যাচে ৮টি উইকেটও তোলেন। তারপর ডেকান চার্জার্স, হায়দরাবাদ, দিল্লিতে খেলেছেন। মাঝে অবশ্য ২০১৮ সালে খেলেননি। এবার ৩৬ বছর বয়সি তারকা হাত ঘোরাবেন গুজরাটের হয়ে।
রবীন্দ্র জাদেজা: ২০০৮-এ রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেক রবীন্দ্র জাদেজার। সেবার আইপিএল জেতেন। তারপর চেন্নাইয়ে এসেও একাধিকবার ট্রফি জিতেছেন। মাঝে কোচি ও গুজরাট লায়ন্সের হয়ে খেললেও সিএসকে-র হলুদ জার্সিতেই যেন বেশি মানায় ৩৬ বছর বয়সি তারকাকে।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.