আঠারোয় পা দিল আইপিএল। বলা যায় 'সাবালক' হল আইপিএল। ইডেনে তার জন্মদিন, অর্থাৎ উদ্বোধনী অনুষ্ঠানে মাতিয়ে দিলেন শাহরুখ খান।
'ঝুমে জো পাঠানে'র গানে তাঁর সঙ্গে নাচলেন বিরাট কোহলি। আর রিঙ্কুর সঙ্গে নেচে উঠলেন 'লুট পুট গায়া' নাচে।
তার আগে সংগীতের সুরে ইডেনকে ভাসালেন শ্রেয়া ঘোষাল, করণ আউজলা। শ্রেয়ার কণ্ঠে 'বন্দে মাতরমে' মগ্ন হল ইডেন। নাচে মঞ্চ মাতালেন দিশা পাটানি।
শাহরুখের মতো বিরাটরা 'গোল্ড' প্রজন্ম। আর রিঙ্কুরা 'বোল্ড' জেনারেশন। দুই প্রজন্মের লড়াইয়ে জিতবে কে?
বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া, সভাপতি রজার বিনিরা কেক কাটলেন। মধ্যমণি হিসেবে রইলেন শাহরুখ।
ইডেনে ঘণ্টা বাজিয়ে ম্যাচের সূত্রপাত করলেন বিসিসিআই সচিব দেবজিৎ সইকিয়া ও আইসিসি চেয়ারম্যান জয় শাহ। উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.