Advertisement
Advertisement
Alia Ranbir

দিনে শ্বশুরবাড়ি, রাতে বাপের বাড়ি, রাহা-রণবীরকে জড়িয়ে ক্রিসমাস অ্যালবাম দেখালেন আলিয়া

বড়দিনে কাপুরদের অন্দরমহলে ঢুঁ!

১০

বড়দিন মানেই বলিউডের কাপুর পরিবারে বড় সম্মেলন! সারা বছর যত ব্যস্ত শিডিউলই থাক না কেন, প্রতিবার ক্রিসমাসে একছাদের তলায় জড়ো হন সকলে।

১০

মঙ্গলবার রাতে বাপের বাড়ি এবং বন্ধুবান্ধবদের নিয়ে ক্রিসমাস পালন করেছেন আলিয়া ভাট।

১০

আর বুধবার দুপুরে যথাসময়ে পৌঁছে গিয়েছেন কাকাশ্বশুর কুণাল কাপুরের মুম্বইয়ের বাড়িতে।

১০

সেখানে যাওয়ার আগেই চর্চার শিরোনামে রাহা কাপুর। মিষ্টি সুরে পাপারাজ্জিদের 'মেরি ক্রিসমাস'-এর শুভেচ্ছা জানিয়ে মা-বাবার থেকে লাইমলাইট কেড়ে নিল খুদে।

১০

বউমা আলিয়া ভাটকে বাহবা দিতেই হয়, তিনি যেভাবে কাজ সামলে শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ির সব অনুষ্ঠানে সমানভাবে থাকেন। এবারের বড়দিনের পার্টিতেও তার অন্যথা হয়নি।

১০

ক্রিসমাস লুকেও ছক্কা হাঁকালেন আলিয়া ভাট। পরনে নুডল স্ট্র্যাপের স্লিং গাউন।

১০

রাতের জন্য বেছে নিয়েছেন ধূসর রঙের গাউন। আর মধ্যাহ্নভোজের জন্য বেছে নিয়েছিলেন লাল গাউন।

১০

ক্রিসমাস লুকে অনুরাগীদের মুগ্ধ করলেন আলিয়া ভাট। রাহা-রণবীরের সঙ্গে যদিও একটাই ছবি দেখা গেল।

১০

আলিয়া মিষ্টি মুখে কখনও মা সোনি রাজদান, দিদি শাহিন ভাটের সঙ্গে ছবি দিয়েছেন, আবার কখনও বা বন্ধুদের সঙ্গে নিজস্বীতে মগ্ন দেখা গেল কাপুরদের বউমাকে।

১০ ১০

এদিকে 'বিগ ফ্যাট হ্যাপি ফেমিলি' ফ্রেমে ধরা দিলেন কাপুরদের তিন প্রজন্ম। (ছবি- ইনস্টাগ্রাম)