Advertisement
Advertisement

Breaking News

Paris Olympics 2024

নাটকীয় উদ্বোধনে শুরু অলিম্পিক, শ্যেন নদীর উপরে তেরঙ্গা হাতে সিন্ধু-কমলরা

উদ্বোধনী অনুষ্ঠানে তারাদের মেলা। জিনেদিন জিদান, সেরিনা উইলিয়ামস, রাফায়েল নাদাল, নাদিয়া কোমানেচি, কার্ল লিউইসদের উজ্জ্বল উপস্থিতি।

মায়াবী আইফেল টাওয়ার। ফ্রান্সের বোট যখন প্রবেশ করে, তখন আলোর ঝরনধারা সেখানে। বোধনে নজর কাড়ল প্যারিস অলিম্পিক।

ভারতের মোট ৭৮ জন অ্যাথলিট অংশগ্রহণ করেছেন উদ্বোধনী অনুষ্ঠানে। সাদা কুর্তা-পাজামায় সেজেছে পুরুষদের দল। মহিলাদের পরনে সাদা শাড়ি। তবে তাতেও রয়েছে দেশের পতাকার ছোঁয়া।

শ্যেন নদীতে ভারতের নৌকোর প্রবেশ। পতাকাবাহক পিভি সিন্ধু ও শরথ কমল। এমন দিনটার অপেক্ষায় ছিল ভারতীয় অ্যাথলিটরা।

পতাকাবাহকের দায়িত্ব পেয়ে গর্বিত পিভি সিন্ধু। সোশাল মিডিয়ায় পতাকা হাতে দাঁড়িয়ে ভারতের তারকা খেলোয়াড়। ক্যাপশন হিসেবে লেখা, সারে জাঁহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা।

দেশের পতাকা হাতে সিন্ধু ও শরথ কমল। সিন্ধু সোশাল মিডিয়ায় লিখেছেন, প্যারিস ২০২৪, পতাকাবাহক। লক্ষ লক্ষ মানুষের সামনে দেশের পতাকা হাতে নেওয়া জীবনের অন্যতম সেরা সম্মান।

শুধু প্রেমের বা কবিতার শহর নয়, প্যারিস এখন অলিম্পিকের শহরও বটে। সিন্ধু-শরথ কমলের সঙ্গে রয়েছেন কিংবদন্তি ব্যাডমিন্টন তারকা প্রকাশ পাড়ুকোন।

শ্যেন নদীর উপরে ভারতের নৌকা। প্রত্যেকের চোখে-মুখে ধরা পড়ছিল উত্তেজনা। হাতে ছোট-ছোট জাতীয় পতাকা।

অলিম্পিক মশাল হাতে ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদান। তিনি মশাল তুলে দেন রাফা নাদালের হাতে।

অ্যাথলিটদের প্যারেডের মাঝেই হয় গান। পারফর্ম করেন লেডি গাগা।