Advertisement
Advertisement
'সোনালি বাঘ'

কাজিরাঙ্গায় দেখা গেল ভারতের একমাত্র ‘সোনালি বাঘ’, মুহূর্তে ভাইরাল ছবি

বিরল বাঘের ছবি মিস করবেন না।

গায়ের হলুদ আভায় কালো ডোরাকাটা নয়। তার পরিবর্তে লাল ও খয়েরি আভা। রং পুরোপুরি সোনালিই বলা চলে।

গায়ের রংয়ের কারণে রয়্যাল বেঙ্গল টাইগারের থেকে অনেকটাই আলাদা 'গোল্ডেন টাইগার' বা 'সোনালি বাঘ'।

সম্প্রতি অসমের কাজিরাঙ্গা অভয়ারণ্যে এই 'সোনালি বাঘ'-এর দেখা মিলেছে।

ছবিটি তুলেছেন ময়ূরেশ হেন্ড্রে। টুইট করে সেকথা জানিয়েছেন আইএফএস আধিকারিক প্রবীণ কাসওয়ান। নেটদুনিয়ায় ভাইরাল ছবিটি।

ভারতে এখনও পর্যন্ত একটিমাত্র 'গোল্ডেন টাইগার'-এর খোঁজ পাওয়া গিয়েছে।

এর আগে কাবিনির জঙ্গলে দেখা মিলেছিল একটি ব্ল্যাক প্যান্থারের। তাকে নিয়েও নেটদুনিয়ায় শুরু হয় শোরগোল।