Advertisement
Advertisement

Breaking News

Indian Cricket Players

সিডনিতে ‘পার্টি মুডে’ গিল-পন্থরা, অনুষ্কার হাত ধরে বর্ষবরণ কোহলির, গোয়ায় সেলিব্রেশনে ধোনি

বর্ষবরণের উৎসবে মেতেছে গোটা বিশ্ব। সিডনিতে নববর্ষ উদযাপনে ভারতীয় ক্রিকেট দলের তারকারাও।

বর্ষবরণের উৎসবে মেতেছে গোটা বিশ্ব। মহা সমারোহে আমন্ত্রণ জানানো হচ্ছে ২০২৫ সালকে। ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে আছে অস্ট্রেলিয়ার সিডনিতে। নিউইয়ারের সেলিব্রেশনে মেতেছেন পন্থ-গিলরা।

সিডনিতে নৌকাবিহারে মত্ত সিরাজরা। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন সরফরাজ খান। সেখানে তিনি ছাড়াও রয়েছেন শুভমান গিল, ঋষভ পন্থ, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা।

সিডনির রাস্তায় হাতে-হাত ধরে বর্ষবরণের উৎসবে মাতলেন বিরাট-অনুষ্কা। দুজনেরই পরনে ছিল কালো পোশাক। সঙ্গে ছিলেন দেবদত্ত পাড়িক্কল। নেটিজেনদের একাংশের ধারণা, সম্ভবত নববর্ষের কোনও পার্টিতে যাচ্ছেন তাঁরা।

এমনিতে ভারতের সময়ের তুলনায় অনেকটাই এগিয়ে সিডনির সময়। ফলে এদেশের আগেই সেখানে শুরু হয়ে যায় বর্ষবরণের উদযাপন। সেই ছবি শেয়ার করেছেন সরফরাজ।

বর্ডার গাভাসকর ট্রফিতে ১-২ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। পরের টেস্ট ৩ জানুয়ারি থেকে। নিউইয়ার সেলিব্রেশনের পরই ফের লড়াইয়ে নামবে টিম ইন্ডিয়া।

বর্ষবরণের উৎসবে মেতেছেন মহেন্দ্র সিং ধোনিও। গোয়ায় সস্ত্রীক সেলিব্রেশনে মাতেন মাহি। সঙ্গে ছিল তাঁদের মেয়েও। ফানুস ওড়ানো থেকে গানের ছন্দে কোমর দোলানো, পুরো 'পার্টি মুডে' ধোনি।

সিডনির বন্ডি বিচে নববর্ষ উদযাপন রবি শাস্ত্রীর। সেখান থেকে সকলকে নতুন বছরের শুভেচ্ছা পাঠান ভারতের প্রাক্তন কোচ।