Advertisement
Advertisement

Breaking News

আগরকর-গম্ভীরের কড়া নজরদারিতে অজিভূমে জোরকদমে অনুশীলন টিম ইন্ডিয়ার, রইল গ্যালারি

পারথের অপ্টাস স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়ল টিম ইন্ডিয়া।

শুক্রবার থেকে শুরু বর্ডার-গাভাসকর ট্রফি। ব্র্যাডম্যানের দেশ থেকে টানা তৃতীয়বার সিরিজ জিতে ফেরার হাতছানি ভারতের সামনে। প্রথম ম্যাচের আগে পারথের অপ্টাস স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়ল টিম ইন্ডিয়া। ছবি: দেবাশিস সেন

অস্ট্রেলিয়ার মাঠে সেরা ইনিংস হিসাবে পারথের শতরানকেই বেছে নিয়েছেন বিরাট কোহলি। রানের খরা কাটাতে সেই পারথেই অনুশীলনে ডুবে রইলেন কিং। প্রথম টেস্টেই কি ফর্মে ফিরবেন বিরাট? ছবি: দেবাশিস সেন

কোচ হয়েই ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা সইতে হয়েছে গৌতম গম্ভীরকে। অপ্টাস স্টেডিয়ামে প্রথম অনুশীলনে প্রত্যেক ক্রিকেটারের দিকে কড়া নজর দেন। প্র্যাকটিস দেখতে হাজির ছিলেন নির্বাচক প্রধান অজিত আগরকরও। ছবি: দেবাশিস সেন

প্রথম টেস্টে নামার আগে ভারতীয় শিবিরে চিন্তা রয়েছে যথেষ্ট। অধিনায়ক রোহিত শর্মা হয়তো খেলবেন না। কার্যত ছিটকে গিয়েছেন শুভমান গিলও। দুই তারকার পরিবর্ত হিসাবে কারা নামবেন, সেই নিয়েও রয়েছে প্রশ্ন। ছবি: দেবাশিস সেন

পারথে প্রথম টেস্টে হয়তো ভারতকে নেতৃত্ব দেবেন জশপ্রীত বুমরাহ। এছাড়াও যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে পারেন কে এল রাহুল। শুভমানের জায়গায় খেলানো হতে পারে ধ্রুব জুরেলকে। ছবি: দেবাশিস সেন

কেকেআরের পেসার হর্ষিত রানা সুযোগ পেয়েছেন অজি সফরের দলে। পারথে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে বলে চলছে জোর জল্পনা। এছাড়াও পারথ টেস্টে খেলতে পারেন বঙ্গ পেসার আকাশ দীপ। ছবি: দেবাশিস সেন

অস্ট্রেলিয়া পৌঁছনোর পরে এতদিন রুদ্ধদ্বার অনুশীলন করেছে ভারত। সেখানে ম্যাচের মতো পরিস্থিতি তৈরি করেও প্রস্তুতি নিয়েছেন ক্রিকেটাররা। ওয়াকা মাঠের পর এবার অপ্টাস স্টেডিয়ামে অনুশীলনে নেমেছে টিম ইন্ডিয়া। ছবি: দেবাশিস সেন