বিশ্বজয়ের পর দেশে প্রত্যাবর্তন। রাজকীয় সম্বর্ধনা অপেক্ষা করে রয়েছে রোহিত শর্মাদের জন্য। টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সঙ্গে সেলিব্রেশনে সামিল সমর্থকরাও।
বার্বাডোজে ঝড়ের জন্য আটকে ছিলেন ক্রিকেটাররা। ফলে দেশে ফেরা ক্রমশ দীর্ঘ হয়েছে। প্লেনে উঠেও আনন্দে মেতে রইলেন বিরাট-রোহিতরা। তারকাদের পরিবাররাও ছবি তুললেন ট্রফি হাতে।
অবশেষে দেশের মাটিতে পা। যার জন্য দীর্ঘসময় অপেক্ষা করেছিলেন প্রত্যেকেই। ভোররাত থেকে দিল্লির বিমানবন্দরে অপেক্ষা করছিলেন ক্রিকেটপ্রেমীরা। চ্যাম্পিয়নদের দেখেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন সকলে।
টিম হোটেলে পৌঁছেই শুরু হল কেক কাটার পালা। সেখানে অপেক্ষা করেছিলেন বিসিসিআইয়ের সদস্যরা। সভাপতি রজার বিনি আর সচিব জয় শাহর উপস্থিতিতে চলল উদযাপন।
তার পর হোটেলের বাইরে দেদার নাচ। সামিল হলেন অধিনায়ক রোহিত শর্মা আর সূর্যকুমার যাদব। শুধু ক্রিকেট মাঠে যে তাঁরা দাপট দেখান তাই নয়, মাঠের বাইরে নাচেও তাঁরা সমান দক্ষ। যতই হোক, বিশ্বজয়ের সেলিব্রেশন বলে কথা।
বিশ্রামের পর বিশ্বজয়ী ক্রিকেটাররা রওনা হলেন প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে। সাত, লোক কল্যাণ মার্গে নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন রোহিত-বিরাটরা।
তাঁদের পরনে তখন 'চ্যাম্পিয়ন' লেখা জার্সি। সঙ্গে দুটো স্টার। ট্রফি হাতে মোদির সঙ্গে ছবি তুললেন রোহিত-দ্রাবিড়রা।
এর পর দিল্লি থেকে মুম্বইয়ের উদ্দেশে পাড়ি দেবে টিম ইন্ডিয়া। সেখানে হুড খোলা বাসে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যাবেন রোহিতরা। সন্ধেবেলা সেখানেই হবে ট্রফিজয়ের সেলিব্রেশন।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.