সাত পাকে বাঁধা পড়তে চলেছেন মনবীর সিং। এবার ফুটবল মাঠের বাইরে নয়া ইনিংস শুরু করছেন মোহনবাগানের ফুটবলার। দীর্ঘদিনের বান্ধবী অসমিন শেখের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন তিনি।
এদিন সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে দুজনের গায়ে হলুদের ছবি। আগামী রবিবার তাঁদের বিয়ে বলেই খবর। ইতিমধ্যেই ভারতের জাতীয় দলের স্ট্রাইকার ও তাঁর বান্ধবীকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন ভক্তরা।
মোহনবাগানের আক্রমণভাগের অন্যতম স্তম্ভ মনবীর। গত মরশুমে সবুজ-মেরুনের লিগ-শিল্ড জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। যুবভারতীতে উদযাপনে উপস্থিত ছিলেন অসমিনও।
প্রায় আট বছরের সম্পর্ক তাঁদের। সোশাল মিডিয়ায় প্রায়ই একসঙ্গে ছবি ভাগ করে নেন দুজনে। অসমিন মডেলিংয়ের পেশায় যুক্ত।
বিয়ের খবর দিয়ে নিজেদের সোশাল মিডিয়া স্টোরিতে একের পর এক ছবি-ভিডিও শেয়ার করছেন দুজনেই। নবদম্পতিকে আশীর্বাদ করার জন্য উপস্থিত পরিবারের লোকেরাও।
চলতি মরশুমের আইএসএলে তিনটি গোল হয়ে গিয়েছে মনবীরের। তিনটি অ্যাসিস্টও করেছেন। মোহনবাগান বর্তমানে লিগশীর্ষে রয়েছে। বছর শেষ হওয়ার আগেই মনবীর-অসমিনের চার হাত এক হতে চলেছে।
২০১৭ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় মনবীরের। ৪৬ ম্যাচে ৭টি গোল রয়েছে। অন্যদিকে দেশ-বিদেশে ঘুরতে যাওয়ার একাধিক মুহূর্ত ভাগ করে নেন অসমিন।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.