Advertisement
Advertisement

Breaking News

Israel Hamas

হামাসের হামলা, ইজরায়েলের পালটা ‘যুদ্ধ’, ছবিতে দেখুন রক্তক্ষয়ী সংগ্রাম

যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মিছিল শুরু হয়েছে বিশ্বের নানা প্রান্তে।

ইজরায়েল-হামাস সংঘর্ষে মৃত্যুপুরী হয়ে উঠেছে গাজা স্ট্রিপ। বাতাসের বারুদের গন্ধের মধ্যেই শোনা যাচ্ছে স্বজনহারাদের কান্না। ধ্বংসস্তূপের মধ্যেই নিখোঁজ প্রিয়জনকে খুঁজে বেড়াচ্ছেন সকলে।

ইজরায়েল ও হামাসের অধীনে থাকা প্যালেস্টাইন- দুই দেশের সমর্থনেই বিশ্বের নানা জায়গায় শুরু হয়েছে মিছিল। দুই দেশের সাধারণ মানুষের হয়েই সরব হচ্ছেন অনেকে।

যুদ্ধবিধস্ত মানুষের পাশে দাঁড়াতে মোমবাতি মিছিল হয়েছে নেপালে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে মানবাধিকারকে অগ্রাধিকার দেওয়া হোক, দাবি আমজনতার।

ইজরায়েলি হানায় একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে গাজা। নিরাপদ আশ্রয়ে থেকেও চোখের সামনে সমস্ত কিছু গুঁড়িয়ে যেতে দেখছেন সাধারণ মানুষ।

গাজা সীমান্তে বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে ইজরায়েল। সেখান থেকে লাগাতার আকাশপথে হামলা চালাচ্ছে সেদেশের বায়ুসেনা।

ইজরায়েলের সীমানা পেরিয়ে ঢুকে পড়েছে প্যালেস্টিনীয়রাও।

গাজার নৌবন্দরেও হামলা চালিয়েছে ইজরায়েলের সেনা।

ইজরায়েলকে বিপুল পরিমাণে সামরিক সাহায্য করছে আমেরিকা ও ব্রিটেন। যুদ্ধাস্ত্র পাঠিয়ে ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে দুই দেশ।