ক্রিকেট জ্বরে ভুগছে গোটা দেশ। বিশ্বকাপ ট্রফি বানাতে ব্যস্ত কলকাতার শিল্পী।
বিশ্বকাপ উপলক্ষে কলকাতার ইকো পার্কে বসল বিরাট কোহলির এই মূর্তি।
কপিল ও ধোনির পর এবার ভারতকে ট্রফি এনে দেবেন কোহলি। এই আশাতেই টিম ইন্ডিয়ার জয়ের জন্য পূজোপাঠ করলেন বেঙ্গালুরুর ক্রিকেটপ্রেমীরা।
সব ভুলে আগামী দেড় মাস শুধুই ক্রিকেটে নিমোজ্জিত প্রাণ। ব্যাট-বল-উইকেটই ধ্যান-জ্ঞান ভারতীয় সমর্থকদের।
ইতিহাসে ঠাঁই অধিনায়কের। লর্ডসের মাদাম তুসোয় জায়গা করে নিল ক্যাপ্টেন কোহলির এই মূর্তিই।
বিশ্বকাপ শুরু হতেই বদলে যাচ্ছে ক্রিকেটভক্তদের হেয়ার স্টাইলও।
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.