বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় ভারত। অজিদের করা মাত্র ১৯৯ রান চেজ করতে নেমে ৪১.২ ওভারে ৪ উইকেটে ২০১ রান তুলে দেয় টিম ইন্ডিয়া। ৯৭ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হন লোকেশ রাহুল।
প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৭২ রান তুলে দেয় আফগানিস্তান। তবে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৭৩ রান তুলে, ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। ৮৪ বলে ১৩১ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন রোহিত শর্মা।
জশপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজ ও স্পিনারদের দাপটে মাত্র ১৯১ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৯২ রান তুলে কাপ যুদ্ধে পাক দলের বিরুদ্ধে ৮-০ ব্যবধানে জিতল 'মেন ইন ব্লু' ব্রিগেড। ৭ উইকেটে জেতা সেই ম্যাচে ১৯ রানে ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছিলেন বুমরাহ।
প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৫৬ রান তোলে বাংলাদেশ। জবাবে ৪১.৩ ওভারে ২৬১ রান তুলে, ৭ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। ৯৭ বলে ১০৩ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হয়েছিলেন বিরাট কোহলি।
প্রথমে ব্যাট করে ২৭৩ রান তোলে নিউজিল্যান্ড। ১২ বল বাকি থাকতেই ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান তুলে দেয় টিম ইন্ডিয়া। ৫৪ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন মহম্মদ শামি।
সেই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২২৯ রান তোলে। রান তাড়া করতে নেমে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ফলে ১০০ রানে জয় পায় ভারত। ১০১ বলে ৮৭ রান করার সুবাদে ম্যাচের সেরা হয়েছিলেন হিটম্যান।
প্রথমে ব্যাট করে ভারত ৮ উইকেটে ৩৫৭ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৫৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ফলে ৩০২ রানে জিতে যায় টিম ইন্ডিয়া। ১৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন শামি।
সেই ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩২৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮৩ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ১২১ বলে ১০১ রানে অপরাজিত থেকে ম্যাচের সেরা হয়েছিলেন বিরাট। ৩৫তম জন্মদিনে একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান করেছিলেন কিং কোহলি।
প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৪১০ রান তুলে দেয়। চেজ করতে নেমে ২৫০ রানে শেষ হয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস। ৯৪ বলে ১২৮ রানে অপরাজিত থাকার সুবাদে ম্যাচের সেরা হয়েছিলেন শ্রেয়স আইয়ার।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.