বাংলাদেশের বিরুদ্ধে অ্যাঞ্জেলো ম্যাথিউজের 'টাইমড আউট' বিতর্ক এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় বিতর্ক। সেই বিতর্কের রেশ এখনও বজায় রয়েছে।
সেঞ্চুরি যাতে না পান, সেই কারণেই বিরাট কোহলিকে ইচ্ছাকৃতভাবে ওয়াইড বল করেছিলেন নাসুম আহমেদ। এমনই গুরুতর অভিযোগ বাংলাদেশের স্পিনারের বিরুদ্ধে উঠেছিল।
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ চলাকালীন 'আম্পায়ার্স কল' ঘিরে বিতর্ক ছড়ায়। ৪৬তম ওভারের মোক্ষম সময় তাবরিজ শামসির বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন করেছিলেন হ্যারিস রউফ। তবে 'আম্পায়ার্স কল'-এর জন্য তাবরিজ শামসি বেঁচে যান। হরভজন সিং 'আম্পায়ার্স কল' আইনের তীব্র সমালোচনা করেছিলেন।
বিশ্বকাপের লেজার লাইট জ্বালানো নিয়ে রীতিমতো অসন্তুষ্ট ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। স্টেডিয়ামের ভিতরের লেজার লাইট শো নিয়ে ক্ষোভ প্রকাশও করেছেন তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ চলার সময়, ড্রিঙ্কস বিরতিতে দর্শকদের জন্য লেজার শোয়ের ব্যবস্থা করা হয়। এই সময় দু’হাত দিয়ে চোখ ঢেকে রেখেছিলেন 'ম্যাড ম্যাক্স'।
ভারতের বিরুদ্ধে হারের পর অভাবনীয় অজুহাত খাড়া করেছিলেন পাকিস্তান ক্রিকেট দলের ডিরেক্টর মিকি আর্থার। তাঁর দাবি ছিল করলেন যে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ‘দিল দিল পাকিস্তান’ গান না বাজার জন্য বাবর আজমদের খেলায় প্রভাব পড়েছিল!
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.