আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। বিভিন্ন এলাকায় চলছে প্রতিবাদ, আন্দোলন। সেই তালিকায় নয়া সংযোজন মানববন্ধন। ছবি: সায়ন্তন ঘোষ।
এদিন ‘জাস্টিস ফর আরজি কর’ আন্দোলনে শামিল হলেন চিকিৎসা পরিষেবার সঙ্গে জড়িত পেশাদারেরা। মঙ্গলবার বিকেলে ই এম বাইপাসে হল অভিনব মানববন্ধন কর্মসূচি। ছবি: সায়ন্তন ঘোষ।
কর্মসূচিতে শামিল হয়েছেন কয়েক হাজার মানুষ। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাধারণ নাগরিকরাও যোগ দিয়েছিলেন। ছবি: সায়ন্তন ঘোষ।
বৃষ্টির মধ্যেও দাঁড়িয়েও নির্যাতিতার ন্যায়বিচারের দাবিতে স্লোগান তোলেন তাঁরা। ছবি: সায়ন্তন ঘোষ।
পাটুলি থেকে উল্টোডাঙা অবধি তৈরি হয়েছিল এই মানববন্ধন। তার পরেও বাইপাসে কোনও যানজট তৈরি হয়নি। রাস্তার ধারে তৈরি হয়েছিল মানববন্ধন। ছবি: সায়ন্তন ঘোষ।
পাটুলি থেকে রুবি, সন্তোষপুর কানেক্টর থেকে পরমা আইল্যান্ড হয়ে উল্টোডাঙা পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকাজুড়ে তৈরি হয়েছিল মানববন্ধন। ছবি: সায়ন্তন ঘোষ।
চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্তরা এই কর্মসূচির ডাক দিলেও আমজনতাও শামিল হয়েছিল এই কর্মসূচিতে। ছবি: সায়ন্তন ঘোষ।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.