মুম্বই থেকে বাঙালিদের বর্ষবরণের শুভেচ্ছা জানিয়েছেন খোদ বিগ বি। বাংলার 'জামাইবাবু'বলে কথা। চাকরিজীবনের শুরুয়াৎটাও বাংলাতেই। তাই বাংলার প্রতি অবিচ্ছেদ্য একটা টান অনুভব করেন অমিতাভ বচ্চন।
স্ত্রী মৃদুলা যেহেতু বাঙালি তাই সকলকে পয়লা বৈশাখ এবং বৈশাখী শুভেচ্ছা জানালেন পঙ্কজ ত্রিপাঠীও। বাঙালি পদ পোস্ত যাঁর বড় প্রিয়।
বাংলাদেশে বন্ধুবান্ধব স্বজনের সঙ্গে বৈশাখের পয়লা দিন উদযাপনে মেতেছেন জয়া আহসান।
অনুরাগীদের সকলকে বাংলা বর্ষবরণের শুভেচ্ছা জানালেন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে এদিনই তাঁদের ৫০তম সিনেমা অযোগ্য রিলিজের দিনক্ষণ জানালেন।
কবজি ডুবিয়ে এদিন রকমারি পদে উদরপূর্তি সেরেছেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন 'আলাপ' সঙ্গী আবির চট্টোপাধ্যায়ও।
নতুন বছরের শুভেচ্ছা জানালেন মিমি চক্রবর্তী।
টেলিপর্দা এবং ওয়েব প্ল্যাটফর্মের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা জমিয়ে বৈশাখী ভূরিভোজ সারলেন। তার মাধেই সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
দ্বিতীয় স্ত্রী রুপালি বড়ুয়ার সঙ্গে বিহুতে মেতে উঠলেন আশিস বিদ্যার্থীও। মেখলা, অহমীয়া গামোছা পরেই শুভেচ্ছা জানালেন সকলকে।
হিসেবের হালখাতা নিয়ে বৈশাখী ফটোশুটে ঝড় তুললেন মনামী ঘোষ। শুধু তাই নয়, বছরের প্রথম দিনে সাদা-কালো রঙের পোশাক নির্বাচনের ভ্রান্ত ধারণাকে তুড়ি মেরে উড়িয়ে সাজলেন কালো শাড়িতে।
বিয়ের পর প্রথম পয়লা বৈশাখ। সবুজ শাড়ি। জুঁই ফুলে সাজানো বেনুনিতেই নববর্ষে নজর কাড়লেন নবপরিণীতা সন্দীপ্তা সেন।
'এসো হে বৈশাখ এসো এসো'। ১৫ এপ্রিল, বাঙালির নববর্ষ উৎসব। বাংলা ১৪৩১। আমজনতার পাশাপাশি সেলেবরাও মেতেছেন পয়লা বৈশাখ উদযাপনে। শুভেচ্ছা জানালেন অভিনেত্রী অপরাজিতা আঢ্যও।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.