আম্বানিদের অনুষ্ঠানে শুধু কিম কার্দাশিয়ানই আসেননি এসেছেন কার্দাশিয়ান পরিবারের আরেক সুন্দরী। নাম তাঁর ক্লোয়ি কার্দাশিয়ান।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে ঘটা করে সাজগোজ করেন ক্লোয়ি। তবে তাঁকে দেখে রাখি সাওয়ান্তের কথা মনে পড়েছে নেটিজেনদের।
কিমের থেকে প্রায় বছর চারেকের ছোট ক্লোয়ি। দিদির সেক্স টেপের সূত্র ধরেই তাঁর পরিচিতি। ২০০১ সালে এক গাড়ি দুর্ঘটনায় মাথায় চোট পেয়েছিলেন ক্লোয়ি। তা সারতে অনেক সময় লাগে।
তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিণত করেন ক্লোয়ি। 'কিপিং আপ উইথ কার্দাশিয়ানস', 'দ্য কার্দাশিয়ানস'-এর মতো রিয়ালিটি শোয়ের হাত ধরেই তাঁর উত্থান। পরে মডেলিং ও টিভি শোয়েও দেখা যায়।
পরিবারের ক্লোদলাইন ও সুগন্ধী ব্যবসাতেও অংশীদার ক্লোয়ি। 'দ্য সেলিব্রিটি অ্যাপ্রেন্টিস' শোয়ের দ্বিতীয় মরশুমে ছিলেন তিনি। ডোনাল্ড ট্রাম্পের কারণে নাকি বাদ হয়ে গিয়েছিলেন।
২০০৮ সালে বাস্কেটবল খেলোয়াড় রাশাদের সঙ্গে সম্পর্ক ছিল ক্লোয়ির। সেই সম্পর্ক মাত্র সাত মাস টেকে। এর পর আরেক বাস্কেটবল খেলোয়াড় লামার ওডোমের সঙ্গে সম্পর্কে জড়ান ক্লোয়ি। মাত্র এক মাসের প্রেমেই বিয়ের সিদ্ধান্ত নেন।
২০০৯ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ক্লোয়ি ও লামারের সংসার ছিল। পরে তা ভেঙে যায়। ২০১৬ সালেই বাস্কেটবল খেলোয়াড় ট্রিস্টান থম্পসনের প্রেমে পড়েন মার্কিন রিয়ালিটি শোয়ের তারকা।
ক্লোয়ি ও ট্রিস্টানের সম্পর্ক কখনও ভেঙেছে, কখনও আবার জোড়া লেগেছে। এরই মাঝে মেয়ে ট্রু ও ছেলে টাটুমের মা হয়েছেন ক্লোয়ি। টাটুমের জন্ম সারোগেসির মাধ্যমে হয়েছে। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.