Advertisement
Advertisement

Breaking News

Euro Cup 2024

হিট ইয়ামাল, ফ্লপের তালিকায় কোন মহাতারকারা? একনজরে ইউরোর রিপোর্ট কার্ড

সদ্যসমাপ্ত টুর্নামেন্টে নজর কাড়লেন কারা?

হিট: লামিন ইয়ামাল, স্পেন (ফরোয়ার্ড) মাত্র ১৬ বছর বয়সে ইউরোয় এসে একটার পর একটা রেকর্ড গড়েছেন লামিন ইয়ামাল। এই স্প্যানিশ ফরোয়ার্ড সর্বকনিষ্ঠ ফুটবলার হয়েছেন মাঠে নামার সঙ্গে সঙ্গেই। সেমিফাইনালে গোল করে শুধু ইউরোই নয়, কোনও ফিফাস্বীকৃত প্রতিযোগিতার ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন ইয়ামাল, ভেঙেছেন পেলের রেকর্ড।

হিট: কোডি গাকপো, নেদারল্যান্ডস (ফরোয়ার্ড) ২০২২ কাতার বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোল করে ঝড় তুলেছিলেন কোডি গাকপো। এই ডাচ ফরোয়ার্ড সেই ফর্ম ধরে রেখেছেন এবারের ইউরোতেও। তিন গোল করার পাশাপাশি করিয়েছেন একটি। তাঁর দুরন্ত পারফরম্যান্সে ভর করেই ১৬ বছর পর ইউরো সেমিফাইনালে উঠেছিল নেদারল্যান্ডস।

হিট: জুড বেলিংহ্যাম, ইংল্যান্ড (মিডফিল্ডার) ইংল্যান্ডকে ইউরো ফাইনালে তুলে আনার ক্ষেত্রেও বড় ভূমিকা রয়েছে তাঁর। প্রতিযোগিতায় মাত্র ২টো গোল করেছেন ঠিকই। তবে সেই দুই গোলে দু’টো ম্যাচ জিতেছে ইংল্যান্ড।

ফ্লপ: ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, পর্তুগাল (ফরোয়ার্ড) পর্তুগালের যাবতীয় পরিকল্পনা সাজানো হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কেন্দ্র করে। কিন্তু নিজের চেনা ফর্মের ধারেকাছেও ছিলেন না তিনি। ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি, মাথা ছোঁয়াতে পারেননি একটা ক্রসেও। গোল দূরের কথা, একটা অ্যাসিস্ট ছাড়া বলার মতো কিছুই করেননি রোনাল্ডো।

ফ্লপ: কিলিয়ান এমবাপে, ফ্রান্স (ফরোয়ার্ড) শেষ কয়েক বছরে জাতীয় দলের ভরসা হয়ে উঠেছেন কিলিয়ান এমবাপে। এমনকি ফ্রান্সের অধিনায়কত্বও দেওয়া হয়েছে তাঁকে। ইউরোর ঠিক আগে রিয়াল মাদ্রিদে তাঁর যাওয়া নিয়ে সরগরম ছিল ফুটবলবিশ্ব। কিন্তু ইউরোয় বেশ সাদামাটা দেখিয়েছে তাঁকে। ১ গোলে আর দু’টি অ্যাসিস্ট করেছেন এমবাপে।

ফ্লপ: রবার্ট লেয়নডস্কি, পোল্যান্ড (ফরোয়ার্ড) চোটের জন্য এবার ইউরোয় প্রথমদিকে খেলতে পারেননি রবার্ট লেয়নডস্কি। তবে তাঁর উপস্থিতিও রক্ষা করতে পারেনি পোল্যান্ডকে। এবার প্রথম দল হিসাবে ইউরো থেকে বিদায় নিয়েছে লেয়নডস্কির দেশই। পেনাল্টি থেকে একটা গোল ছাড়া বলার মতো কিছু করেননি এই ফরোয়ার্ড।

ফ্লপ: কেভিন দে’ব্রুইন, বেলজিয়াম (মিডফিল্ডার) বেলজিয়ামের সোনালী প্রজন্মের শেষ উল্লেখযোগ্য প্রতিনিধি কেভিন দে’ব্রুইন এবারের ইউরো যত দ্রুত সম্ভব ভুলে যেতে চাইবেন। বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার হিসাবে প্রতিযোগিতায় অংশ নিয়ে একেবারেই ছাপ ফেলতে পারেননি তিনি। বেলজিয়ামও ফিরেছে শেষ ষোলোয় হেরে।

ফ্লপ: রোমেলু লুকাকু, বেলজিয়াম (ফরোয়ার্ড) বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোমেলু লুকাকুর কাছে এবারের ইউরোটা একেবারেই দুঃস্বপ্ন! প্রতিযোগিতায় অসংখ্য সহজ সুযোগ নষ্ট করেও তিন-তিনটে গোল করেছিলেন তিনি। কিন্তু প্রত্যেকটাই বাতিল হয়ে যায়-কখনও অফসাইডে, কখনও সতীর্থের হ্যান্ডবলে।