ভালবাসার আলিঙ্গন...। করোনার ভয় উধাও। সকাল থেকেই কলকাতার বিভিন্ন পার্কে ভিড় জমিয়েছিলেন লাভবার্ডরা।
প্রেম দিবসে ভালবাসার স্মৃতিসৌধের সামনে সঙ্গীর সঙ্গে একটা সেলফি না হলে কি চলে? ইকো পার্কেও ছিল চোখে পড়ার মতো ভিড়।
আনলক পর্বে খুলেছে সিনেমা হল। আর ফেব্রুয়ারির শুরুতেই হলে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। ভ্যালেন্টাইনস ডে'তে প্রাক্কালে মুক্তি পেয়েছে তিন-তিনটে বাংলা ছবি। তাই নন্দন চত্বরে যুগলদের সিনেমা দেখার হিড়িক।
ভিক্টোরিয়া মেমোরিয়াল। কাপলদের অতি প্রিয় স্থান। ঝকঝকে আকাশ আর রঙিন ফুলের সুবাসের মাঝে প্রেমের কিছু মুহূর্ত কাটানোর আনন্দই তো আলাদা।
শুধু কলকাতা নয়, শহরতলিতেও রঙিন প্রেম দিবস। গোলাপের মধ্যে দিয়েই চলছে মন দেওয়া-নেওয়ার পর্ব।
ঘনিষ্ঠ মুহূর্তগুলো স্মৃতিতে জায়গা করে নেয়। আর চোখের সামনে জীবন্ত হয়ে থাকে ছবি। এমনও বসন্ত দিনে একফ্রেমে নিজেদের ধরে রাখতে কে না চাইবেন!
সাত পাকে বাঁধা পড়েছেন অনেকদিন। সময়ের সঙ্গে গভীর হয়েছে ভালবাসাও। তাই প্রেম দিবসে স্ত্রী গীতাকে শুভেচ্ছা জানাতে ভোলেননি হরভজন সিং।
ভালবাসা চিরন্তন...। বিশেষ এই দিনটিতে স্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করেছেন ক্রিকেটার মনোজ তিওয়ারিও।
'গোটা দুনিয়ায় আমার সবচেয়ে প্রিয় স্থান তোমার পাশে থাকা।' ভ্যালেন্টাইনস ডে'তে এমনই রোম্যান্টিক পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক।
বাচ্চাদের সঙ্গে প্রেম দিবস সেলিব্রেট করছেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.