মহম্মদ শামির সঙ্গে হাসিন জাহানের প্রথম দেখা ২০১২ সালে। শামি সেই সময়ে কেকেআরে ছিলেন। হাসিন তখন ছিলেন নাইটদের চিয়ারলিডার।
ধীরে ধীরে তাঁদের বন্ধুত্ব বদলে যায় প্রেমে। ২০১৪ সালে বিয়ে করেন তাঁরা। ২০১৫ সালের জুলাইয়ে তাঁদের কন্যা আইরার জন্ম হয়।
শামি অবশ্য কালক্রমে ভারতের অন্যতম সেরা বোলার হয়ে ওঠেন।
সংসার বেশ জমিয়েই করছিলেন শামি এবং হাসিন।
তবে দু'জনের সেই প্রেম বেশিদিন স্থায়ী হয়নি। ২০১৮ সালে স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলে থানায় যান হাসিন।
হাসিনের অভিযোগ ছিল, শামি অত্যাচার করছে, ডিভোর্স দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে তাঁর উপরে, হত্যা করারও চেষ্টা করা হয়েছে। মানসিক ও শারীরিক ভাবে হেনস্থা করা হত তাঁকে। একাধিক মহিলার সঙ্গে যোগাযোগ ছিল শামির, এমন অভিযোগ করেছিলেন হাসিন জাহান।
হাসিনের আরও অভিযোগ ছিল, শামির পরিবারের সদস্যেরা তাঁকে খুন করার চেষ্টা করেছেন।
প্রায় পাঁচ বছর ধরে তাঁদের সম্পর্কের টানাপোড়েন চলছে।
শামির কাছে নিজের এবং মেয়ের জন্য মাসে ১০ লক্ষ টাকা খোরপোশ দাবি করেছিলেন হাসিন। প্রথমে আদালতে সেই মামলা খারিজ হয়ে যায়। পরে অবশ্য সোমবার আলিপুর আদালত মাসে ১ লক্ষ ৩০ হাজার টাকা খোরপোশ দিতে শামিকে নির্দেশ দেন।
হাসিন এই ১ লক্ষ ৩০ হাজার টাকায় সন্তুষ্ট নন। তাঁর দাবি এই সামান্য টাকায় সংসার চলে না। ১০ লক্ষ টাকা খরপোশের দাবিতে তিনি উচ্চ আদালতে যেতে চান।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.