Advertisement
Advertisement
Border Gavaskar Trophy

যশস্বীর আউট, কনস্টাসের সঙ্গে বুমরাহ-বিরাট যুযুধান, রইল বর্ডার গাভাসকর ট্রফির দশদফা বিতর্ক

আর কী কী বিতর্ক তৈরি হল ভারতের অস্ট্রেলিয়া সফরে?

১০

সিডনি টেস্টের প্রথম দিনের শেষ বলে উসমান খোয়াজাকে ফিরিয়ে স্যাম কনস্টাসের দিকে রীতিমতো তেড়ে যান ভারত অধিনায়ক জশপ্রীত বুমরাহ। তার আগে রান আপ নেওয়া বুমরাহকে থামতে বলেন অজি ব্যাটার। দুজনে মুখোমুখি হওয়ার আগেই মাঠের আম্পায়ার তাঁদের থামিয়ে দেন।

১০

বক্সিং ডে টেস্টের প্রথম দিনের প্রথম ঘণ্টাতেই বিবাদ কোহলি ও কনস্টাসের মধ্যে। ওভার শেষে ক্রিজের এপার থেকে ওপারে যাচ্ছিলেন কোহলি। দুই অজি ব্যাটারও আসছিলেন নিজেদের মধ্যে কথা বলতে। দু’জনের কাঁধে ধাক্কাধাক্কি হয়। যার জেরে শাস্তিও পান বিরাট।

১০

অ্যাডিলেডে হেডকে আউট করে তাঁকে বাইরের পথ দেখান সিরাজ। পালটা হেডও কটূক্তি করেন। হেড দাবি করেন, তিনি কোনও খারাপ কথা বলেননি। যার প্রতিবাদ করেন সিরাজ।

১০

মেলবোর্নে যশস্বীর আউটের আবেদন করেন প্যাট কামিন্স। স্নিকোমিটারে বারবার করে দেখেও ব্যাট-বলের সংযোগের প্রমাণ পাওয়া যায়নি। তারপর বল ট্র্যাকিংও করেন বাংলাদেশি থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত। তারপরই আউট দেন তিনি।

১০

সিডনিতে স্টেডিয়ামে থাকলেও পুরস্কার দেওয়ার মঞ্চে ডাকা হল না সুনীল গাভাসকরকে। অথচ তাঁর নামও রয়েছে ট্রফিতে। তা নিয়ে গাভাসকরের ক্ষোভ "শুধু ভারতীয় বলেই আমি ট্রফি তুলে দেওয়ার সুযোগ পেলাম না।"

১০

বক্সিং ডে টেস্টের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ‘চক্রান্তে'র অভিযোগ উঠেছিল। ভারতকে অনুশীলনের জন্য যে পিচ দেওয়া হয়েছিল, তাতে ঘাস প্রায় নেই বললেই চলে। সেখানে অস্ট্রেলিয়ার জন্য বরাদ্দ পিচ ছিল সবুজে পূর্ণ।

১০

রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন কিনা, সেই নিয়ে জলঘোলা চলছিল। সিডনি টেস্টে তিনি না খেলায় জল্পনা আরও বাড়ে। কেন তাঁকে 'বসানো' হয়, তা নিয়ে কেউই প্রথমে স্পষ্ট উত্তর দিতে পারেননি। পরে রোহিত নিজেই জানান, 'দলের স্বার্থে' নিজেই বসেছেন।

১০

মেলবোর্ন টেস্ট চলাকালীন বিরাট কোহলিকে ‘সং’ বলে সম্বোধন করেছিল অজি সংবাদমাধ্যম। সিডনিতে রোহিত শর্মাকে ‘ক্রাই বেবি’ আখ্যা দিয়ে চূড়ান্ত ‘অপমান’ করা হয়।

১০

মেলবোর্নে পৌঁছতেই অজি সংবাদমাধ্যমের ‘কোপে’ পড়েন বিরাট কোহলি। একঝাঁক ক্যামেরা ধেয়ে আসে বিরাট ও তাঁর পরিবারের দিকে। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কিং কোহলি। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সাংবাদিকের সঙ্গে।

১০ ১০

সাংবাদিকদের সঙ্গে ইংরাজিতে কথা বলতে চাননি রবীন্দ্র জাদেজা। সেই নিয়ে এবার তুমুল বিতর্ক শুরু হয় মেলবোর্নে। সাংবাদিক সম্মেলনটি শুধুমাত্র ভারতীয় মিডিয়ার জন্যই রাখা হয়েছিল। সেই হিসেবে জাদেজা হিন্দিতে উত্তর দিয়েছেন।