Advertisement
Advertisement

Breaking News

Shanaya Kapoor

নিখুঁত শরীরে দুষ্টুমির প্রশ্রয়! বলিউডের এই স্টারকিড করণ জোহরের প্রিয় পাত্রী

শাহরুখকন্যা সুহানার অভিন্ন হৃদয় বন্ধু ইনি।

শাহরুখকন্যা সুহানার অভিন্ন হৃদয় বন্ধু। আবার করণ জোহরের প্রিয় পাত্রী। তাঁর প্রযোজনাতেই শুরু হতে চলেছে শানায়া কাপুরের বলিউড সফর।

অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া। তাঁর মা মাহিপ সান্ধু আবার 'ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস' সিরিজের অঙ্গ। শাহরুখের স্ত্রী গৌরীর সঙ্গে তাঁর ওঠাবসা।

মুম্বইয়ে পড়াশোনা শানায়ার। ছোটবেলা থেকেই তাঁর চোখে গ্ল্যামার দুনিয়ার স্বপ্ন। সম্পর্কে জাহ্নবী কাপুরের বোন শানায়া। জাহ্নবীর 'গুঞ্জন সাক্সেনা' ছবিতে সহকারী পরিচালক ছিলেন তিনি।

আপাতত বলিউডে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন শানায়া। করণ জোহরের কল্যাণেই তা হচ্ছে। ধর্মা প্রোডাকশনের 'বেধড়ক' সিনেমায় দেখা যাবে শানায়াকে।

শশাঙ্ক খৈতান পরিচালিত এই সিনেমায় শানায়ার বিপরীতে রয়েছেন লক্ষ্য লালবাণী ও গুরফতেহ পীরজাদা। বি-টাউনে আসার আগেই সোশাল মিডিয়ায় সক্রিয় শানায়া।

ইনস্টাগ্রামে শানায়ার ২৩ লক্ষের বেশি ফলোয়ার রয়েছে। তাঁদের জন্য এমনই নানা ছবি পোস্ট করেন। আবার নানা ব্র্যান্ডের বিজ্ঞাপন করতেও দেখা যায় অনিল কাপুরের এই ভাইজিকে। ছবি: ইনস্টাগ্রাম।