মাত্র ১৬ বছর বয়সে প্রথম পা রেখেছিলেন র্যাম্পে। তার পর শুরু হয় সিনেমার সফর। বলিউডের পাশাপাশি তেলুগু, কন্নড়, ব্রিটিশ ছবিতেও অভিনয় করেছেন এমি জ্যাকসন। নিজের বোল্ড ছবিতে মাতিয়ে রাখেন সোশাল মিডিয়া।
ব্রিটেনে জন্ম এমির। মডেলিংয়ের সূত্রেই তাঁর ভারতে আসা। তার পরই বলিউডে ছবির অফার। 'এক দিওয়ানা থা', 'সিং ইজ ব্লিং'-এর মতো ছবিতে নজর কেড়েছেন এমি।
সম্প্রতি এমিকে দেখা যায় বিদ্যুৎ জামওয়াল অভিনীত স্পোর্টস অ্যাকশন ফিল্ম 'ক্র্যাক'-এ। ছবিতে প্যাট্রিশিয়া নোভাকের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
এক সময় অভিনেত্রী স্মিতা পাটিলের ছেলে প্রতীক বব্বরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এমি। তবে সে সম্পর্ক খুব বেশিদিন টেকেনি।
২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত লন্ডনে ছিলেন এমি। সেই সময় তিনি প্রেম করতেন জর্জ পানাইয়োতুর সঙ্গে। ২০১৯ সালে জর্জের সন্তানের মা হন এমি।
জর্জের সঙ্গে সম্পর্ক ভাঙার বেশ কিছুদিন পর, ২০২২ সালে 'গসিপ গার্ল' ও 'সন অফ র্যাম্বো খ্যাত' হলিউড তারকা এড ওয়েস্টউইকের সঙ্গে এমির প্রেম শুরু হয়।
বরফঘেরা সুইজারল্যান্ডে হাঁটু মুড়ে বসে অ্যামিকে প্রেম নিবেদন করেন এড। চলতি বছরের জানুয়ারি মাসেই বাগদান পর্ব সেরেছেন দুজন। ছবি: ইনস্টাগ্রাম।
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.