Advertisement
Advertisement

Breaking News

Zen Garden

আহমেদাবাদে তৈরি ‘মিনি জাপান’, ব্যাপারটা কী? ছবিতেই দেখে নিন

চোখ জুড়নো এই শিল্প না দেখলে কিন্তু মিস।

রবিবাসরীয় মেজাজে আহমেদাবাদের চোখ ধাঁধানো জেন গার্ডেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

গার্ডেনের প্রতিটি কোণে জাপানি কারুকাজের ছোঁয়া রয়েছে। ভারচুয়াল উদ্বোধনে একে 'মিনি জাপান' বলেও ব্যাখ্যা করেছেন প্রধানমন্ত্রী।

শোনা যায়, বহু আগে জেন বৌদ্ধ সন্ন্যাসীরা শান্তিপূর্ণভাবে ধ্যান করার জন্য কৃত্রিমভাবে এমন স্থান তৈরি করতেন।

ভারত-জাপানের বন্ধুত্বের অন্যতম প্রতীক জেন গার্ডেন। উদ্যানের ভিতরে ঢুকলেই মন ভাল হয়ে যাবে। সুন্দর বুদ্ধ মূর্তি তো আছেই পাশাপাশে কৃত্রিম জলপ্রপাতও রয়েছে।

আহমেদাবাদ ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের জাপানি তথ্য ও শিক্ষা দপ্তর এবং ইন্দো-জাপান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে তৈরি এই গার্ডেন। সাহায্য করেছে হায়গো ইন্টারন্যাশনাল অ্যাসোয়েশন।