Advertisement
Advertisement

Breaking News

Lionel Messi

বড়দিনে কী করলেন মেসি-রোনাল্ডো? দেখে নিন ছবিতে ছবিতে

বড়দিন কেমন উপভোগ করলেন তারকা ফুটবলাররা?

ইন্টার মায়ামি এখন মেসির নতুন ঠিকানা। বড়দিন আর নতুন বছর উদযাপনে ফ্লোরিডা থেকে রোজারিওতে ফিরে গিয়েছেন মেসি-আন্তোনেলা। ছুটি উপভোগ করছেন তাঁরা। তবে উপরোক্ত ছবিটা অবশ্য এবারের নয়। এই ছবি বছর তিনেক আগের। ফুটবলের 'সান্তা ক্লজ' মেসি এবারও তাঁর পরিবারের সঙ্গে একইভাবে বড়দিনের আনন্দে মেতে উঠেছেন। ঘরে ফিরে বড়দিন উদযাপনের আনন্দই যে অন্যরকমের।

মেসি ছুটি কাটাচ্ছেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেই অবকাশ নেই। মঙ্গলবার সৌদি প্রো লিগে আল নাসেরের ম্যাচ রয়েছে আল ইত্তিহাদের সঙ্গে। সেই ম্যাচের প্রস্তুতিতে মগ্ন রোনাল্ডো। তবে উপরের ছবিটা অবশ্য আগের। অতীতের মতো এবারের বড়দিনেও পরিবার অগ্রাধিকার পাচ্ছে রোনাল্ডোর কাছে।আগেরবার গুলোর মতো একইভাবে পরিবারের সদস্যদের সঙ্গে হেসে, আনন্দ করে রোনাল্ডো বড়দিন কাটাচ্ছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে সান্তা ক্লজের ভূমিকায় নরওয়ের গোল মেশিন আর্লিং হাল্যান্ড। ক্রিসমাসের সবচেয়ে বড় উপহার চ্যাম্পিয়ন্স লিগ বড়দিনের আগেই পেয়ে গিয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

সান্তা সাজার পাশাপাশি আর্লিং হাল্যান্ডের এই ছবিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

পরিবারের সঙ্গে বড়দিন উদযাপন করছেন ক্রোয়েশিয়ার তারকালুকা মদ্রিচ।

নেইমার তাঁর প্রাক্তন প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে এবারের বড়দিন পালন করছেন। ছোট মেয়ে মাভির সঙ্গে সময় কাটানোই উদ্দেশ্য।

বড় ছেলে দেভি লুকাও রয়েছেন নেইমারের সঙ্গে।