Advertisement
Advertisement

Breaking News

Ganesh Chaturthi 2023

Ganesh Chaturthi 2023: অমিতাভ থেকে প্রসেনজিৎ, দেব থেকে শ্রাবন্তী, গণেশ বন্দনায় তারকারা, দেখুন ছবি

বিঘ্নহর্তার আরাধনায় মেতেছে গোটা দেশ।

১১

গণেশ বন্দনায় তারকারা। টুইটারে এই ছবিটি শেয়ার করে মঙ্গল কামনা করেছেন অমিতাভ বচ্চন।

১১

ছোট্ট ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

১১

সিদ্ধিদাতা গণেশের আরাধনা করেছেন অভিনেতা-প্রযোজক দেব। শেয়ার করেছেন এই ছবি।

১১

গণেশের বাহন মূষিক। তাঁর কানেই মনের কামনা-বাসনা জানাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

১১

সবাইকে সুন্দর ও বর্ণময় গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে শ্রাবন্তী লিখেছেন, "এই উৎসব আপনার জীবনে অনেক হাসি ও আনন্দ বয়ে আনুক।"

১১

পুজোর আয়োজন করেছিলেন অভিনেতা যশ দাসগুপ্ত। শেয়ার করেছেন ভিডিও।

১১

এই ছবিটি শেয়ার করে সকলকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া ভাট।

১১

মুম্বইয়ের বিখ্যাত 'লালবাগচা রাজা'র গণেশ বন্দনার ছবি পোস্ট করেছেন কার্তিক আরিয়ান।

১১

হলুদ সালোয়ারে সেজে গণেশ আরাধনায় মেতেছিলেন সারা আলি খান। শেয়ার করেছেন ছবি।

১০ ১১

গোটা পরিবারের সঙ্গে গণেশ বন্দনায় শিল্পা শেট্টি।

১১ ১১

দুই দিদি পারমিতা ভট্টাচার্য, প্রমিলা ভট্টাচার্য, কন্যা রশ্মিকা দত্ত ও মা অঞ্জনা ভট্টাচার্যের সাথে অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য।